Mexico

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত মেয়র-সহ কমপক্ষে ১৮ জন

বুধবার দক্ষিণের সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটিহলে একটি অনুষ্ঠানের হাজির ছিলেন মেয়র কনরাডো মেনডোজা ও তাঁর বাবা তথা প্রাক্তন মেয়র জুয়ান মেনডোজা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৬:৩১
Share:

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা।

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা। সিটিহলে আততায়ীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। নিহত শহরের মেয়রও। প্রাথমিক ভাবে পুলিশের ‌অনুমান, এই হামলার পিছনে লস টেকুইলেরোর মাফিয়ারা রয়েছেন।

Advertisement

বুধবার দক্ষিণের সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটিহলে একটি অনুষ্ঠানের হাজির ছিলেন মেয়র কনরাডো মেনডোজা ও তাঁর বাবা তথা প্রাক্তন মেয়র জুয়ান মেনডোজা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দুকবাজের হামলায় দু’জনেই গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়। বাকি নিহতদের মধ্যে অধিকাংশই সরকারি কর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান চলাকালীন মাস্ক পরা একদল মাফিয়া দু’টি চারচাকার গাড়িতে করে এসে হলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

স্টেট অ্যাটর্নি জেনারেল স্যান্ড্রা লুজ ভালডোভিনোস জানান, ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন দু’জন।

Advertisement

মেক্সিকোর দক্ষিণে টিয়েরা ক্যালিয়েন্তে প্রদেশের একটি প্রত্যন্ত এলাকা এই সান মিগুয়েল টোটোলাপান শহরটি। মাদক পাচার-চক্রের সঙ্গে জড়িত মাফিয়াদের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকে সেখানে। অতীতেও একাধিক বার এলোপাথাড়ি গুলি চলার ঘটনা ঘটেছে টিয়েরা ক্যালিয়েন্তে এলাকায়। প্রসঙ্গত, বুধবারই মেক্সিকো শহরের দক্ষিণে কুয়েরনাভাকায় এক রাজ্য আইনসভার সদস্যকেও গুলি করে হত্যা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement