Ola

Ola And Uber: গাঁটছড়া বাঁধতে চলেছে ওলা ও উবর, বৈঠকও হয়েছে দুই সংস্থার মধ্যে, দাবি রিপোর্টে

রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই এমন সম্ভাবনা খারিজ করে দিয়েছে উবর।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ২২:১৫
Share:

ফাইল চিত্র।

মিশে যেতে পারে দুই অ্যাপ ক্যাব সংস্থা ওলা ও উবর। সম্প্রতি আমেরিকার সানফ্রানসিস্কোয় উবরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন ওলার মুখ্য কার্যনির্বাহী ভাবিশ অগ্রবাল। ওই বৈঠকের পরেই সংবাদ সংস্থা রয়টার্সের দাবির, শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছে দুই সংস্থা। যদিও ওই রিপোর্টে দুই সংস্থার মধ্যে সম্ভাব্য আর্থিক লেনদেন নিয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

সংবাদ সংস্থার রিপোর্ট প্রকাশের পরেই এমন সম্ভাবনা খারিজ করে দেয় উবর। ভাবিশ টুইটারে লেখেন, ‘বাজে খবর। আমাদের যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটেছে। যদি কোনও সংস্থা ভারত ছাড়তে চায়, স্বাগত। আমরা গাঁটছড়া বাঁধব না।’

ভারতের বাজারে দুই সংস্থার মধ্যে প্রতিযোগিতা সর্বজনবিদিত। বাজার ধরতে গাড়িচালকদের বাড়তি সুযোগ-সুবিধা এবং যাত্রীদের ছাড় দিতে দুই সংস্থাই কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। সম্প্রতি খাবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের পরিষেবাও শুরু করেছে ওলা ও উবর। তার পরেও মুনাফা বাড়াতে ব্যর্থ হয়েছে দুই সংস্থা। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যম ব্লুমবার্গের তরফে দাবি করা হয়েছিল, ভারত থেকে ব্যবসা গোটানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে উবর। যদিও ওই দাবি খারিজ করা হয় উবরের তরফে। সংস্থার মুখপাত্র রুচিকা তোমর স্পষ্ট বলেন, ‘ব্লুমবার্গের রিপোর্ট সম্পূর্ণ ভুল। আমরা কখনওই ভারত ছাড়ার কথা ভাবিনি। এক মিনিটের জন্যেও নয়।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন