Sri Lanka Blast

সামনে এল কলম্বোর হোটেলে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

কলম্বোর কিংসবেরি হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই গোটা ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১২:৩১
Share:

লাল বৃত্তের মধ্যে সেই আত্মঘাতী জঙ্গিকে দেখা যাচ্ছে। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

গত রবিবার আত্মঘাতী জঙ্গি আক্রমণে বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। তিনটি গির্জা-সহ বেশ কয়েকটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। সাত আত্মঘাতী জঙ্গি জড়িত ছিল সেই ঘটনায়। ওই জঙ্গি হামলায় ২৫০ জনের মত্যু হয়। আহত হয়েছিলন ৫০০ জনেরও বেশি। সম্প্রতি শ্রীলঙ্কায় একটি হোটেলে বিস্ফোরণের সময়কার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে ওই আত্মঘাতী বোমারুর হোটেলের লবিতে ঘোরাফেরার ভিডিয়ো।

Advertisement

সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হোটেলে ঢুকে লিফ্ট দিয়ে উপরেউঠল সেই আত্মঘাতী আইএস জঙ্গি। তার পর একটি ঘরে ঢুকে ফের বেরলেন। বেরিয়ে লিফ্ট দিয়ে নেমে এলেন হোটেলের ডাইনিং রুমে। তারপরইহোটেলের ডাইনিং রুমে কেঁপে উঠল বিকট শব্দে। চারিদিক ভরে গেল ধোঁয়ায়। দুলতে লাগল সিলিংয়ের ঝাড়বাতি।

কলম্বোর কিংসবেরি হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই গোটা ঘটনা। ভিডিয়োটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: লস্কর কি ফের জাল ছড়াচ্ছে শ্রীলঙ্কায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement