বছরের প্রথম দিনেই মিউনিখে আত্মঘাতী আইএস হানার আশঙ্কা, জারি সতর্কতা

বছরের প্রথম দিনেই জার্মানিতে জঙ্গি হানার আশঙ্কা। সে দেশের পুলিশ সূত্রে খবর পাঁচ থেকে সাতজন আইএস জঙ্গি মিউনিখে আত্মঘাতী হামলার প্ল্যান ছকে ফেলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০৯:২৪
Share:

বছরের প্রথম দিনেই জার্মানিতে জঙ্গি হানার আশঙ্কা। সে দেশের পুলিশ সূত্রে খবর পাঁচ থেকে সাতজন আইএস জঙ্গি মিউনিখে আত্মঘাতী হামলার প্ল্যান ছকে ফেলেছে। কোনও রকম নাশকতা এড়াতে খালি করে ফেলা হচ্ছে রেল স্টেশনগুলো। প্রশাসনের তরফে মিউনিখের বাসিন্দাদের বছরের শেষ রাতটা বাড়িতেই থাকার অনুরোধ করা হয়েছে।

Advertisement

মিউনিখের পুলিস প্রেসিডেন্ট জানিয়েছেন একটি বিদেশী তদন্তকারী সংস্থা এই হামলার আশঙ্কার কথা জানিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও , সেনা বাহিনীর ৫৫০ বিশেষ আধিকারিককে পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হয়েছে।

সরকারের পক্ষে জানানো হয়েছে মধ্যরাতে আইএস হানার সম্ভাবনার যতেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে আছে। বিশেষত শহরের দুটি প্রধান রেস স্টেশনে জঙ্গিরা হামলা করতে পারে বলে খবর।

Advertisement

নাশকতার আশঙ্কা থাকা সত্ত্বেও প্রতি বছরের মত এ বছরও মিউনিখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নববর্ষ উত্সবের আনন্দে সামিল হয়েছেন। এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া জায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement