Nepal

সব চেয়ে বেশিবার এভারেস্টের শিখরে উঠেছেন এই ব্যক্তি

তিনিই প্রথম ব্যক্তি যিনি এতবার পৃথিবীর শীর্ষবিন্দুতে পা রাখলেন।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:৪১
Share:

নেপালের পর্বতারোহী কামি রিটা শেরপা। ছবি কামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

সবথেকে বেশি বার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠে নতুন রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী কামি রিটা শেরপা। মঙ্গলবার তিনি ২৩তম বারের জন্য এভারেস্টের শিখরে উঠলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এতবার পৃথিবীর শীর্ষবিন্দুতে পা রাখলেন।

Advertisement

২৩তম বার এভারেস্ট শৃঙ্গ জয়ের জন্য রিটা যাত্রা শুরু করেছিলেন নেপালের আরও আট জন পর্বতারোহীর সঙ্গে। নেপালের দিকের রুট দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই যাত্রা সফলভাবে শেষ হল মঙ্গলবার।

রিতার এই রেকর্ডে উচ্ছ্বসিত হিমালয়ান গাইড নেপালের তরফে ঈশ্বরী পাউডেল রিটার এ বারের শৃঙ্গ জয় নিয়ে এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এই বছর কাজটা কঠিন ছিল। সে জন্য আমরা ভীতও ছিলাম। কিন্তু শেষমেশ আবহাওয়া ঠিক হওয়ায় কোনও অসুবিধার মধ্যে পড়তে হয়নি।’’

Advertisement

এ বছর নেপাল রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে এভারেস্ট যাত্রার জন্য অনুমতি দিয়েছে। তাই এভারেস্টে ভিড় কমাতে যাত্রার দিনে কাটছাঁটও করা হতে পারে।

আরও পড়ুন: ছ’দিন, ৬ বার যৌনমিলন! এ বার ব্যক্তিগত জীবনের ‘৬৬৯’ ফর্মুলা দিলেন আলিবাবা কর্ণধার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন