দক্ষিণ কোরিয়ার ওপর আচমকা বড় রকমের হামলা চালাতে পারে চিন-ঘেঁষা কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া। সোলে দক্ষিণ কোরীয় প্রশাসনের শীর্ষ স্তরকে ওই খবর দিয়েছে সে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা।
দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসে’র খবর, সোলে তড়িঘড়ি বড়সড় হামলা চালানোর জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন সেনাবাহিনী ও আমলাদের সব রকমের প্রস্তুতি নিতে বলেছেন।
আরও পড়ুন- সম্পর্ক বদল, এ বার কাস্ত্রোর দেশে চললেন ওবামা
নতুন বছর শুরু হতেই ভূগর্ভে পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটায় পিয়ংইয়ং। কিছু দিন আগে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও করে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার খবর, প্রাথমিক ভাবে সোলের ওপর বড় রকমের সাইবার হানাদারি চালানোর ফন্দি এঁটেছে পিয়ংইয়ং।