International news

ব্রিটেনের সবচেয়ে ছোট মা, বয়স মাত্র ১১ বছর

ব্রিটেনের কনিষ্ঠতম মা হতে চলেছে মাত্র ১১ বছরের এক কিশোরী। সূত্রের খবর, তার সন্তানের বাবাও নাবালক এবং তার থেকে মাত্র কয়েক বছরের বড়। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই সন্তানের জন্ম দেবে ওই নাবালিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৭:৩৯
Share:

প্রতীকী ছবি।

ব্রিটেনের কনিষ্ঠতম মা হতে চলেছে মাত্র ১১ বছরের এক কিশোরী। সূত্রের খবর, তার সন্তানের বাবাও নাবালক এবং তার থেকে মাত্র কয়েক বছরের বড়। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই সন্তানের জন্ম দেবে ওই নাবালিকা।

Advertisement

নাবালিকা অবস্থায় মা হওয়ার নজির ব্রিটেনে বহু বছর আগে থেকেই রয়েছে। তবে আজ থেকে ৫০ বছর আগে নাবালিকা অবস্থায় মা হওয়ার ঘটনা অনেক বেশি ঘটত বলে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। সচেতনতা বৃদ্ধিতে প্রচারের জেরে এই সংখ্যাটা আস্তে আস্তে অনেকটাই কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০১৬ সালে ইংল্যান্ড এবং ওয়েলস-এ নাবালিকা মায়ের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ২৬ হাজার। যাদের প্রত্যেকেরই বয়স ১৯ বা তারও কম। তবে এর আগে কোনও ১১ বছরের নাবালিকা মা হয়েছে এমন নজির নেই।

বর্তমানে যে ব্রিটেনের কনিষ্ঠতম মা তার বয়স ১২ বছর। ২০১৪ সালে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ২৮ বছরের ঠাকুমাই তার দেখভালের দায়িত্ব নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: রোগীর পেটের ভিতর দেড় লিটার পুঁজ! অবাক চিকিত্সকরাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement