Viral Video

এশিয়া কাপের শো চলাকালীন অশ্লীল ভঙ্গি করে বিপাকে পাক সঞ্চালক, ভিডিয়ো ভাইরাল!

সামা টিভিতে শো শুরু হওয়ার একটু আগে পাকিস্তানি খেলোয়াড়দের সমর্থনে আবেগে ভাসছিলেন পাক সঞ্চালক। কিন্তু শো যে শুরু হয়ে গিয়েছে তা তিনি বুঝতে পারেননি। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেও তাঁর সেই অসতর্ক মুহূর্ত তত ক্ষণে পৌঁছে গিয়েছে দর্শকদের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১২
Share:

টেলিভিশন শো চলাকালীন বিপত্তি। ছবি: সংগৃহীত।

মুহূর্তের অসতর্কতা। তাতেই রীতিমতো ‘বিখ্যাত’ হয়ে উঠলেন পাক টেলিভিশন চ্যানেলের সঞ্চালক। আপাতত সেই ‘মুহূর্ত’ নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া। উঠছে নিন্দা-সমালোচনার ঝড়।

Advertisement

শুক্রবার এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে আফগানিস্থানের ম্যাচ চলাকালীন ঘটে বিপত্তি। সামা টিভিতে শো শুরু হওয়ার একটু আগে পাকিস্তানি খেলোয়াড়দের সমর্থনে আবেগে ভাসছিলেন পাক সঞ্চালক। কিন্তু শো যে শুরু হয়ে গিয়েছে তা তিনি বুঝতে পারেননি। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেও তাঁর সেই অসতর্ক মুহূর্ত তত ক্ষণে পৌঁছে গিয়েছে দর্শকদের কাছে।

পুরো বিষয়টি সামনে নিয়ে আসেন পাক সাংবাদিক সৈয়দ রাজা মেহদি। আর তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দেখুন ভিডিয়ো

যদিও পুরো বিষয়টিতে অভিযোগের আঙুল উঠছে শো-র প্রোডিউসারের দিকেই। তিনি আগে থেকে সতর্ক করলে হয়তো এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না পাক সঞ্চালককে।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement