imran khan

Pak PM Imran Khan: ‘ভারতের জনসংখ্যা ১ বিলিয়ন ৩০০ কোটি’, মন্তব্য করে ‘ট্রোলড’ ইমরান, দেখুন ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে কথা বলছিলেন ইমরান।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৪:৫৮
Share:

—ছবি সংগৃহীত।

আলটপকা মন্তব্য করে অতীতে একাধিক বার নেটমাধ্যমে ‘ট্রোলড’ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে খোঁচা দিতে গিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন তিনি। বক্তৃতা করার সময়ে বললেন, ভারতের জনসংখ্যা ‘১ বিলিয়ন ৩০০ কোটি’। ইমরানের ভাষণের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে কথা বলছিলেন ইমরান। সেই সেই প্রসঙ্গে তিনি বলেন,‘‘নিউজিল্যান্ড ৪০-৫০ লক্ষ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে তারা।’’ প্রসঙ্গত, ভারতের বর্তমান জনসংখ্যা ১৩০ কোটির কাছাকাছি অর্থাৎ ১.৩ বিলিয়ন।

Advertisement

চলতি বছরের জুনেই পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ আখ্যা দিয়ে মহাফাঁপরে পড়েছিলেন ইমরান। কিছু দিন আগেই উজবেকিস্তানের একটি সভায় গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘উজবেকিস্তানের ইতিহাস নিয়ে উজবেকদের চেয়েও বেশি জানি আমি।’’ এই মন্তব্যের জন্যও নেটমাধ্যমে ‘ট্রোল়ড’ হয়েছিলেন ইমরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন