Pakistan Afghanistan Clash

দুই ‘বন্ধু’র মধ্যস্থতায় অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান! দীর্ঘ বৈঠকের পর এল বিবৃতি, শান্তি ফিরবে?

মূলত দু’টি দেশের মধ্যস্থতায় সংঘর্ষবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান। দীর্ঘ ক্ষণ ধরে শান্তি-বৈঠক চলার পর রবিবার সকালে বিবৃতি জারি করে জানানো হয়েছে, উভয়েই বিরতিতে রাজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৩
Share:

দোহায় শান্তি-বৈঠকের পর (বাঁ দিকে) আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ্‌ মহম্মদ ইয়াকুবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ (ডান দিকে)। ছবি: এক্স।

দীর্ঘ বৈঠকের পর অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। দুই দেশের বিদেশমন্ত্রীর নেতৃত্বে একটি করে প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় শান্তি-বৈঠকে যোগ দিয়েছিল। সেখানে শনিবার রাত পর্যন্ত আলোচনা চলেছে। অবশেষে রবিবার সকালে কাতারের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে সংঘর্ষবিরতির কথা জানিয়েছে।

Advertisement

মূলত দু’টি দেশের মধ্যস্থতায় সংঘর্ষবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান। কাতার ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসাবে শান্তি-বৈঠকে ছিল তুরস্ক। উভয়ের সঙ্গেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কাতারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। তার মধ্যস্থতা করেছে কাতার আর তুরস্ক। সমঝোতার আলোচনার সময়ে দুই পক্ষই অবিলম্বে সংঘর্ষবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপে রাজি হয়েছে। আগামী দিনে এই সংঘর্ষবিরতিকে স্থায়ী করতে তারা আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।’’ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি স্থায়ী হবে বলেও আশা প্রকাশ করেছে কাতারের বিদেশ মন্ত্রক।

দোহার বৈঠকে আফগানদের তরফে যোগ দিয়েছিলেন তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ্‌ মহম্মদ ইয়াকুব। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ।

Advertisement

আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের মূল অভিযোগ ছিল, তারা সীমান্তে সন্ত্রাসবাদীদের মদত দেয় এবং পাকিস্তানের মাটিতে হামলা চালানোয় উস্কানি দেয়। আফগানিস্তান সেই দাবি অস্বীকার করেছে বার বার। গত এক সপ্তাহ ধরে ভারতের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ চলেছে। রক্ত ঝরেছে সীমান্তে। বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার তার মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়ায়। পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে। দাবি, সেখানে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। তবে তালিবান সরকার জানিয়েছে, পাক হামলায় তিন ক্রিকেটার-সহ ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় থেকে দল তুলে নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। দোহার শান্তি-বৈঠক আপাতত সীমান্ত সংঘর্ষে বিরতি আনল। তবে তা কত দিন স্থায়ী হবে, আদৌ শান্তি ফিরবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement