Pahalgam Terror Attack

পহেলগাঁও: চিন, রাশিয়া বা অন্য কোনও দেশ তদন্ত করুক! এ বার ‘অদ্ভুত’ দাবি তুলল পাকিস্তান

পহেলগাঁও কাণ্ড থেকে নিজেদের দূরত্ব তৈরি করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এ বার রাষ্ট্রপুঞ্জ বা কোনও আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে নয়, নির্দিষ্ট কিছু দেশের কাছে তদন্তের আর্জি জানাল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:৩৬
Share:

পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় জঙ্গিহানার পরে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। —ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের সঙ্গে নিজেদের কোনও যোগ নেই বলে শুরু থেকে দাবি করে আসছে পাকিস্তান। এ বার সেই নিয়ে আরও বেশি নিজেদের গা বাঁচানোর চেষ্টা শুরু করল ইসলামাবাদ। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের দাবি, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্ত করে দেখুক রাশিয়া, চিন বা অন্য কোনও পশ্চিমা দেশ। সাধারণত এই ধরনের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ বা কোনও আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে তদন্তের আর্জি করা যেতে পারত। যেমন আন্তর্জাতিক অনেক দ্বন্দ্বের ক্ষেত্রেই রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি ওঠে। কিন্তু নির্দিষ্ট ভাবে কিছু দেশের নামোল্লেখ করেই কেন তদন্তের আর্জি জানালেন পাকিস্তানি মন্ত্রী, তা নিয়ে কৌতুহল দানা বাঁধতে শুরু করেছে।

Advertisement

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমি মনে করি রাশিয়া, চিন, এমনকি পশ্চিমা দেশগুলিও এই সঙ্কটের সময়ে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তারা একটি তদন্তকারী দল গঠন করতে পারে। ভারত সত্য বলছে কি না তা তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া উচিত ওই দলকে।” খোয়াজার বক্তব্য, ‘ফাঁকা বিবৃতি’র বদলে এই ঘটনায় কারা জড়িত সেই অপরাধীদের খুঁজে বার করার উচিত। বস্তুত, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, পহেলগাঁওয়ের ঘটনায় যে জঙ্গিরা জড়িত, তাদের বেশিরভাগই পাকিস্তান থেকে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, “পাকিস্তান জড়িত থাকার বা এই হামলাকারীদের পাকিস্তান সমর্থন করার কিছু প্রমাণ থাকতে হবে। এগুলি শুধু বিবৃতি, ফাঁকা বিবৃতি এবং এর বেশি কিছু নয়।”

পহেলগাঁওয়ের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স (টিআরএফ)। পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন হিসাবে এটি পরিচিত। অভিযোগ, হামলাকারীদের মধ্যে শুধু দু’জন ভারতীয়। বাকি সকলেই ছিলেন পাকিস্তানি। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্‌স’কে দেওয়া সাক্ষাৎকারেও পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ভারত কোনও প্রমাণ বা কোনও তদন্ত ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান এই সংক্রান্ত যে কোনও আন্তর্জাতিক তদন্তে যোগ দিতে ইচ্ছুক বলেও জানিয়েছেন আসিফ।

Advertisement

ঘটনাচক্রে, রবিবার রাতেই চিনা সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘গ্লোবাল টাইম্‌স’-এ জানানো হয়, ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে বেজিং। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ফোন করেছেন পাক বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দারকে। ওই সময়ে পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছেন ওয়াং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement