প্রায় আড়াই সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। ছবি: রয়টার্স।
প্রায় আড়াই সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এক কোটিরও বেশি মানুষ।
পাকিস্তানের ‘জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (এনডিএমএ) জানাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত ২০২ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৯৬ জনই শিশু। সবগুলি প্রদেশ থেকেই মৃত্যুর খবর এসেছে। মৃত্যু ও ক্ষয়ক্ষতির হিসেবে শীর্ষে পঞ্জাব প্রদেশ। সেখানে মৃত্যু হয়েছে ১২৩ জনের। খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছেন ৪০ জন। সিন্ধু প্রদেশে ২১ জন।
এ ছাড়া, বালোচিস্তানে ১৬ জন এবং রাজধানী ইসলামাবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরে এক জন করে নাগরিক বন্যা জলে ডুবে, ভূমিধস-সহ অতিবৃষ্টিজনিত নানা দুর্ঘটনায় বা বজ্রপাতের মারা গিয়েছেন। পাশাপাশি, এ পর্যন্ত ৫৬০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ১৮২ জন শিশু। পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি! পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।