Shehbaz Sharif-Vladimir Putin

‘ভারত-রাশিয়ার সম্পর্ককে সম্মান করি, কিন্তু...’! মোদী ফিরতেই চিনে পুতিনের সঙ্গে বৈঠকে বললেন শাহবাজ়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বিজয় উৎসব পালন করছে বেজিং। সেই অনুষ্ঠান উপলক্ষে এখনও চিনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৪
Share:

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, শাহবাজ় শরিফ এবং ভ্লাদিমির পুতিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের কথা অজানা নয়। সেই বন্ধুত্বের ‘মাসুল’ গুনতে হয়েছে ভারতকে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ‘শাস্তি’ হিসাবে ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। তবে তার পরেও ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট। এ বার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। চিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শাহবাজ় জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে সম্মান করেন তিনি। পাশাপাশি, মস্কো এবং ইসলামাবাদের সম্পর্ককে আরও জোরদার করার কথাও পুতিনকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

Advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বিজয় উৎসব পালন করছে বেজিং। আয়োজন করা হয়েছে সামরিক কুচকাওয়াজের। সেই অনুষ্ঠান উপলক্ষে এখনও চিনে রয়েছেন পুতিন এবং শাহবাজ়। সূত্রের খবর, মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। সেই বৈঠকেই ওঠে ভারত-রাশিয়া সম্পর্কের প্রসঙ্গ। পাক প্রধানমন্ত্রী বৈঠকে পুতিনকে বলেন, ‘‘ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ককে সম্মান জানাই। কিন্তু আমরাও (রাশিয়ার সঙ্গে) আপনাদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চাই। এই অঞ্চলের (দক্ষিণ এশিয়া) ভালর জন্যই দু’দেশের মজবুত সম্পর্কের প্রয়োজন। অগ্রগতি এবং সমৃদ্ধির সঙ্গে এই সম্পর্কগুলি পরিপূরক।’’

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস অনুসারে, পুতিনকে ‘এক জন প্রগতিশীল নেতা’ বলে উল্লেখ করেছেন শাহবাজ়। তাঁর মতে, রাশিয়া এবং পাকিস্তান ‘সঠিক দিকে এগোচ্ছে’। পাক প্রধানমন্ত্রী পুতিনের উদ্দেশে বলেন, ‘‘গত বহু বছর ধরে আমাদের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আপনার প্রতিশ্রুতি এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ইচ্ছাপ্রকাশ করছি।’’

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি, কৃষি, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, সংস্কৃতি— এমন নানা ক্ষেত্রে রাশিয়া-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করার কথা বৈঠকে বলেছেন শাহবাজ়। পুতিনও দু’দেশের সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন। শুধু তা-ই নয়, দক্ষিণ এশিয়া, আফগানিস্তান, পশ্চিম এশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যমে। পাশাপাশি, আগামী নভেম্বরে রাশিয়ায় এসসিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য শাহবাজ়কে আমন্ত্রণ করেছেন পুতিন। সেই আমন্ত্রণ রাখবেন বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

সদ্যসমাপ্ত সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছেন পুতিন, শাহবাজ়েরা। সেই সম্মেলনে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্মেলন শেষে মোদী ভারতে ফিরে এলেও পুতিন এবং শাহবাজ় রয়েছেন চিনে। তাঁরা যোগ দেবেন বিজয় উৎসব উদ্‌যাপনে। তবে এসসিও সম্মেলনের ফাঁকে পুতিন এবং শাহবাজ়কে বৈঠক করতে দেখা যায়নি। ‘সৌজন্যমূলক’ কথা হয়েছিল কি না, তা-ও স্পষ্ট নয়। যদিও ওই সম্মেলনে মোদী এবং পুতিনের বৈঠক এবং ‘একান্ত’ আলোচনা নজর কেড়েছিল। দুই বন্ধুর আলাপচারিতায় যোগ দিতে দেখা গিয়েছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। সম্মেলন শেষ হওয়ার পর মঙ্গলবার শাহবাজ় এবং পুতিন বৈঠকে বসেন বলে চিনের সংবাদমাধ্যমগুলির দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement