International News

আইফেল টাওয়ারে সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে আতঙ্ক

নিরাপত্তার জন্য পর্যটকদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫০
Share:

ঘটনার পর নো এন্ট্রি করে দেওয়া হয় আইফেল টাওয়ারে। ছবি: রয়টার্স।

আইফেল টাওয়ারে এক সন্দেহভাজনকে ঘিরে আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তিকে আইফেল টাওয়ারের তিন তলায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন পর্যটকরা। সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হয় টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো আইফেল টাওয়ার ঘিরে ফেলে। নিরাপত্তার জন্য পর্যটকদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে তার কাছ থেকে কোনও অস্ত্র বা বিস্ফোরক মেলেনি বলেই পুলিশের দাবি। আইফেল টাওয়ারে কেন ওই ভাবে তিনি ঘোরাঘুরি করছিলেন তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: হার্ভের পরে এ বার ইরমা-র চোখরাঙানি

Advertisement

আরও পড়ুন: রাসায়নিক চুল্লিতে দু’টি বিস্ফোরণ

ইউরোপজুড়ে সন্ত্রাসবাদী হামলা বেড়ে চলেছে। বেড়ে চলেছে লোন উল্ফ কায়দায় হামলার ঘটনা। মাসখানেক আগেই ইংল্যান্ডের ম্যানচেস্টারে ঘটেছে এমনই এই সন্ত্রাসবাদী হামলা। হামলায় বহু মানুষ হতাহত হন। ফ্রান্সও সন্ত্রাসবাদীদের নিশানায় রয়েছে অনেক দিন ধরে। শার্লে এবদোর ঘটনার পর গত বছরেই নিসে গাড়ি নিয়ে হামলা চালিয়ে কয়েক জনকে পিষ্ট করে মেরেছিল এক জঙ্গি। তার পর থেকে প্যারিস তথা ফ্রান্সজুড়ে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়। সেই ঘটনার পর আইফেল টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ পর্যটনস্থলগুলিরও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। এ ক্ষেত্রে আইফেল টাওয়ার থেকে ধৃত ওই ব্যক্তির কী উদ্দেশ্য ছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement