Viral Video

চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা গ্যারেজ! প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এক জন নিহত এবং কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১১:৩৩
Share:

গাড়ি রাখার গ্যারাজটির ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবি: টুইটার।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নিউইয়র্ক সিটির গাড়ি রাখার জন্য তৈরি চার তলা একটি গ্যারেজ। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এক জন শ্রমিক নিহত এবং কমপক্ষে পাঁচ জন শ্রমিক আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

Advertisement

গাড়ি রাখার গ্যারাজটির ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যারেজ ভেঙে যাওয়ার পর একের পর এক গাড়ি নীচে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

Advertisement

নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, নিউ ইয়র্ক পেস ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছের পার্কিং কাঠামোতে এই ঘটনাটি ঘটেছে।

নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেন, ‘‘প্রাথমিক ভাবে অনুমান, গ্যারেজ ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে বলে মনে হচ্ছে না।’’

নিউইয়র্ক সিটির দমকল বিভাগের প্রধান জন এসপোসিটো বলেন, ‘‘দমকলকর্মীদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ছিল। কারণ ওই কাঠামোটি ক্রমাগত ধসে যাচ্ছিল।’’ উদ্ধার আর অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য ড্রোন এবং রোবট মোতায়েন করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘‘কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০০৩ সাল থেকে এই কাঠামোটি-সহ ২৫টি কাঠামোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন