International News

জঙ্গি হানার পর এই প্রথম কোনও বিদেশি নেতার পদার্পণ, কলম্বোয় পৌঁছলেন মোদী

প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তাঁর সচিবালয়ে পৌঁছবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে সরকারি ভাবে অভ্যর্থনা জানানো হবে। গত এপ্রিলে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণের পর মোদীই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যিনি শ্রীলঙ্কায় গেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১২:৪৫
Share:

তুমুল বৃষ্টিতে কলম্বোয় নামলেন প্রধানমন্ত্রী মোদী। ছাতা ধরে স্বাগত জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। রবিবার। ছবি- রয়টার্স।

দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরে মলদ্বীপ ছুঁয়ে ভারতে ফেরার আগে আজ, রবিবার শ্রীলঙ্কায় পৌঁছলেন নরেন্দ্র মোদী। গত এপ্রিলে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণের পর মোদীই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যিনি শ্রীলঙ্কায় গেলেন।

Advertisement

কলম্বো বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। তার পর প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তাঁর সচিবালয়ে পৌঁছবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে সরকারি ভাবে অভ্যর্থনা জানানো হবে। দু’দিনের বিদেশ সফরে শনিবার মলদ্বীপে যান মোদী।

সিরিসেনার সঙ্গে তাঁর সরকারি বৈঠকের আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টস হাউসে গাছের চারা পুঁতবেন ভারতের প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে তাঁর সরকারি বৈঠক হওয়ার কথা দুপুরে। সেই বৈঠকের পর মোদী আলাদা ভাবে দেখা করবেন অধুনা বিরোধী দলনেতা শ্রীলঙ্কার পূর্বতন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গেও। দ্বীপরাষ্ট্রে সংখ্যালঘু তামিলদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের একটি প্রতিনধিদলের সঙ্গেও দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

দিল্লি রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী দেখা করবেন কলম্বোয় থাকা ভারতীয়দের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। গত এপ্রিলের জঙ্গি হানাদারির ঘটনার পর তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন কি না, সে ব্যাপারে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- মলদ্বীপে মোদী, সাগরে নজরে এগোল ভারত​

আরও পড়ুন- টাইম্স স্কোয়ারে হামলার ছক, ধৃত বাংলাদেশি যুবক​

শুক্রবার দিল্লিতে শ্রীলঙ্কার হাইকমিশনার অস্টিন ফার্নান্ডো ভারতের প্রধানমন্ত্রীর কলম্বো সফরে উচ্ছাস প্রকাশ করে বলেছেন, ‘‘এই সফর দ্বীপরাষ্ট্রের মানুষের প্রতি ভারতের সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকল।’’

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার গির্জায় গির্জায় জঙ্গিদের ঘটানো একের পর এক বিস্ফোরণে আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন