সমকামীদের কাছে ক্ষমা চাইতে বললেন পোপ

ফের চেনা কায়দাতেই সমকামীদের পাশে দাঁড়ালেন পোপ! বললেন, দীর্ঘদিন ধরে সমকামীদের প্রতি খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া উচিত খ্রিস্টানদের! পোপ আরও বলেন, যে সমস্ত গরিব দুঃখীকে ক্যাথলিক গির্জা শোষণ করেছে, তাঁদের সকলের কাছেই ক্ষমা চাওয়া উচিত খ্রিস্টানদের!

Advertisement
শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০৩:৪১
Share:

ফের চেনা কায়দাতেই সমকামীদের পাশে দাঁড়ালেন পোপ! বললেন, দীর্ঘদিন ধরে সমকামীদের প্রতি খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া উচিত খ্রিস্টানদের! পোপ আরও বলেন, যে সমস্ত গরিব দুঃখীকে ক্যাথলিক গির্জা শোষণ করেছে, তাঁদের সকলের কাছেই ক্ষমা চাওয়া উচিত খ্রিস্টানদের! রবিবার আর্মেনিয়া সফর সেরে ভ্যাটিকান ফেরার পথে বিমানেই সাংবাদিকদের মুখোমুখি হন পোপ। তাঁর কথায়, ‘‘বহুক্ষেত্রে দুর্ব্যবহারের জন্য গির্জার উচিত ক্ষমা চাওয়া। আর আমি যখন গির্জার নাম বলছি, বলতে চাইছি খ্রিস্টানদের কথা। গির্জা পবিত্র। পাপী আমরাই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement