Plane Crash at Bangor Airport

প্রবল তুষারঝড়ের মাঝে যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল মার্কিন বিমান! নিখোঁজ আট সওয়ারি, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গিয়েছে, চালক-সহ মোট ৮ জন আরোহী ছিলেন ওই বিমানে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। তাঁদের খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪০
Share:

মেন প্রদেশের বাঙ্গোর বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। ছবি: এক্স।

উত্তর-পূর্ব আমেরিকায় তুষারঝড়ের মাঝে ওড়ার সময় আচমকা ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। মার্কিন স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত পৌনে ৮টা নাগাদ মাইনে প্রদেশের বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। জানা গিয়েছে, বিমানে মোট আট জন সওয়ারি ছিলেন। তাঁরা কেমন আছেন, বা আদৌ জীবিত রয়েছেন কি না, সে সব এখনও জানা যায়নি।

Advertisement

উত্তর-পূর্ব আমেরিকার বিস্তীর্ণ এলাকা এখন তুষার ঝড়ের কবলে। পুরু বরফে ঢেকেছে বিভিন্ন প্রদেশ। আমেরিকার নিউ ইংল্যান্ড এলাকার তেমনই একটি প্রদেশ মাইনে। সেখানে রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) খারাপ আবহাওয়া সত্ত্বেও ওড়ার চেষ্টা করছিল বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার-৬০০ বিমানটি। কিন্তু ওড়ার মুহূর্তেই সেটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গিয়েছে, চালক-সহ মোট ৮ জন আরোহী ছিলেন ওই বিমানে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। তাঁদের খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্য দিকে, দুর্ঘটনার পরেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাঙ্গোর বিমানবন্দর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঙ্গোরে এখন তাপমাত্রা হিমাঙ্কের নীচে রয়েছে। বিমানটি ওড়ার সময়েও প্রবল তুষারপাত চলছিল সেখানে। দৃশ্যমানতা ছিল কম। তা সত্ত্বেও বিমানটি কী ভাবে ওড়ার অনুমতি পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা সেটি ওড়ার পরমুহূর্তেই ভেঙে পড়ল, স্পষ্ট নয় তা-ও। বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে সব তদন্ত করে দেখা হবে। প্রসঙ্গত, রবিবার আমেরিকা জুড়ে প্রায় ১২,০০০ উড়ান বাতিল হয়েছে। সময়সূচি বদলানো হয়েছে অন্তত ২০,০০০ উড়ানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement