Canal Protest in Pakistan

সিন্ধু খাল প্রকল্প নিয়ে বিক্ষোভ জারি! প্রায় অবরুদ্ধ পাকিস্তানের সিন্ধ প্রদেশ, কাঁচামালের অভাবে বন্ধ হচ্ছে কারখানা

অবরোধের কারণে গত ১০ দিন ধরে সিন্ধ প্রদেশের রাস্তায় প্রায় ৩০ হাজার ট্রাক এবং তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। সেগুলিতে প্রায় ১০ কোটি পাকিস্তানি টাকার পণ্য রয়েছে। সেই পণ্য আগলাতে গিয়ে জল, খাবারের অভাবে ট্রাকেই দিন কাটাচ্ছেন প্রায় ৯০ হাজার থেকে এক লক্ষ চালক এবং খালাসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩০
Share:

ছবি: সংগৃহীত।

সিন্ধুনদে খাল তৈরির পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার। প্রতিবাদে গত ১০ দিন ধরে সিন্ধ প্রদেশের জাতীয় সড়ক অবরোধ চলছে। তার জেরে পাকিস্তানের ওই প্রদেশের একাংশে যান চলাচল স্তব্ধ হয়েছে। জরুরি পরিষেবাও বন্ধ হতে বসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, পরিবহণ বন্ধ থাকায় কারখানায় কাঁচামাল পৌঁছোচ্ছে না। এর ফলে বন্ধ হচ্ছে উৎপাদন।

Advertisement

সরকারের তরফে বার বার বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করেছে। তার পরেও নাছোড় বিক্ষোভকারীরা। সেই দলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি রয়েছেন আইনজীবী, সমাজকর্মী, সাধারণ মানুষ। তাঁদের দাবি একটাই, সিন্ধ প্রদেশের সরকারকে এই প্রকল্পের প্রস্তাব সরকারি ভাবে প্রত্যাহার করতে হবে। সিন্ধ প্রদেশের সরকার বারবার আশ্বাস দিয়েছে যে, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া হবে। তাতেও বরফ গলেনি।

রবিবার সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। শাহের অভিযোগ, বিক্ষোভকারীদের ইন্ধন জোগাচ্ছে কিছু রাজনৈতিক দল। পাকিস্তানের পণ্য পরিবহনকারীদের সংগঠনের তরফে জানানো হয়েছে, ওই অবরোধের কারণে গত ১০ দিন ধরে সিন্ধ প্রদেশের রাস্তায় প্রায় ৩০ হাজার ট্রাক এবং তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। সেগুলিতে প্রায় ১০ কোটি পাকিস্তানি টাকার পণ্য রয়েছে। সেই পণ্য আগলাতে গিয়ে জল, খাবারের অভাবে ট্রাকেই দিন কাটাচ্ছেন প্রায় ৯০ হাজার থেকে এক লক্ষ চালক এবং খালাসি। সময়মতো কাঁচামাল পৌঁছোয়নি বলে সিন্ধ প্রদেশের বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে। বাকি দেশেও একই কারণে বন্ধ হতে চলেছে বেশ কিছু কারখানা। সড়কে আটকে পড়া ট্রাকের মধ্যে ৮০০ থেকে ১০০০টি তেলের ট্যাঙ্কার রয়েছে। সে কারণে পাকিস্তানে শীঘ্রই তেলের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement