International News

তিন বছর পর আইএসের দখলমুক্ত হল রাক্কা

সিরিয়ার কুর্দ ও আরব গেরিলাদের নিয়ে বানানো মার্কিন মদতপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) তরফে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাক্কার ফের স্বাধীন হওয়ার কথা শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

রাক্কা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৮:২৪
Share:

আইএসের দখলমুক্ত হল রাক্কা।

ইরাকের মসুলের পর এ বার সিরিয়ার রাক্কাও দখলমুক্ত হল সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর।

Advertisement

সিরিয়ার কুর্দ ও আরব গেরিলাদের নিয়ে বানানো মার্কিন মদতপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) তরফে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাক্কার ফের স্বাধীন হওয়ার কথা শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন- ‘ছোটবেলায় ভিনগ্রহীরা তুলে নিয়ে গিয়েছিল আমাকে’​

Advertisement

আরও পড়ুন- যে কোনও মুহূর্তে শুরু হবে পরমাণু যুদ্ধ: চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার​

এসডিএফের মুখপাত্র তালাল সেলো মঙ্গলবার বলেছেন, ‘‘রাক্কাকে দখলমুক্ত করতে আইএসের সঙ্গে ৪ মাসের লড়াইটা আমাদের শেষ হয়ে গিয়েছে। শহরের কোথাও কোনও সুড়ঙ্গ বা বাঙ্কারে আইএস জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তার তন্নতন্ন তল্লাশি চলছে। শহরের রাস্তাঘাটে কোথাও কোনও ল্যান্ডমাইন পুঁতে রাখা রয়েছে কি না, তাও খুঁজে দেখা হচ্ছে। রাক্কায় আইএসের শেষ দু’টি ঘাঁটি মিউনিসিপ্যাল স্টেডিয়াম ও ন্যাশনাল হসপিটালও জঙ্গিদের দখলমুক্ত হয়েছে।’’

২০১৪ সাল থেকেই রাক্কায় ঘাঁটি বানিয়ে ফেলেছিল আইএস। এ দিন রাক্কায় মিউনিসিপ্যাল স্টেডিয়ামে এসডিএফের সঙ্গে সংঘর্ষে কম করে ২২ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে মার্কিন মদতপুষ্ট বাহিনীর তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন