White Lion

বিরল সাদা সিংহ শাবক এখন নেট দুনিয়ার সেলিব্রিটি

সোনজার ছবি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হতে সময় নেয়নি। ইন্টারনেটের দৌলতে সোনজা এখন রীতিমতো সেলিব্রিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১৭:৪১
Share:

সাদা সিংহ শাবক সোনজা। ছবি : পিপলস ডেইলি চায়নার টুইটার থেকে নেওয়া।

বিরল প্রজাতির সাদা সিংহের শাবকের একটি ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। সম্প্রতি হাঙ্গেরির সেজেড চিড়িয়াখানায় এই মেয়ে সিংহ শাবকের জন্ম হয়। গত শুক্রবার তার ছবি প্রকাশ করা হয়েছে। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে সাদা সিংহ শাবকটির নাম রাখা হয়েছে সোনজা।

Advertisement

এই মাসের ১৫ তারিখ জন্ম নেয় সোনজা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, জন্মের সময় সোনজার ওজন ছিল দেড় কেজি। এখন তার ওজন প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

সোনজার ছবি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হতে সময় নেয়নি। ইন্টারনেটের দৌলতে সোনজা এখন রীতিমতো সেলিব্রিটি।

Advertisement

জিনহুয়া নিউজের মতে, সাদা সিংহটি অ্যালবিনো নয়। বরং দক্ষিণ আফ্রিকার কিছু কিছু সিংহ সাদা হয় বিরল জিনের কারণে। এই শাবকটি সেই রকমই।

আরও পড়ুন : জয়ের অভিনন্দন মোদীর, পাক চ্যানেল ভাবল অভিনন্দন বর্তমান, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড

আরও পড়ুন : বিমান অটো পাইলট মোডে, ধনকুবের মত্ত নাবালিকার সঙ্গে যৌনলীলায়

বর্তমানে গোটা বিশ্বে মাত্র ৩০০ সাদা সিংহ রয়েছে। তার মধ্যে ১১টি রয়েছে জঙ্গলে। বাকিগুলি চিড়িয়াখানা ও প্রজনন খামারে। প্রজনন খামারে এই বিরল জিনকে প্রাকৃতিকভাবে বাঁচিয়ে রাখার প্রয়াস চলছে।

সোনজাকে কেমন লাগল আপনাদের, জানাতে পারেন কমেন্ট বক্সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement