Russia-Ukraine Conflict

ট্রাম্প-জ়েলেনস্কি সাক্ষাতের আগেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা রাশিয়ার! ‘ব্ল্যাক আউট’ আটটি অঞ্চল

শুক্রবারই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির। ওই বৈঠকে আমেরিকার কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইতে পারে ইউক্রেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৩:৫৩
Share:

(বাঁ দিক থেকে) ভলোদিমির জ়েলেনস্কি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কির মধ্যে বৈঠকের আগে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াল রাশিয়া। বৃহস্পতিবার রাত থেকে প্রায় ৩০০টি রুশ ড্রোন এবং ৩৭টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইউক্রেনে। এই হামলার জেরে ইউক্রেনের আটটি জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সে দেশের সরকারি বিদ্যুৎ পরিবহণ সংস্থা ‘ইউক্রেনার্জো’। অন্ধকারে ডুবেছে ইউক্রেনের বেশ কয়েকটি শহর।

Advertisement

শুক্রবারই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির। ওই বৈঠকে আমেরিকার কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইতে পারে ইউক্রেন। ইউক্রেনকে ইতিমধ্যেই টমাহক্ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।

ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠকের আগেই ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বৃদ্ধির ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কয়েক দিন আগেই ইউক্রেনের রাজধানী কিভের অনতিদূরে হামলা চালিয়েছিল রাশিয়া। তার জেরে গত ১ অক্টোবর ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। ইউক্রেনের অভিযোগ, শীতের আগে পরিকল্পনামাফিক হামলা চালিয়ে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিষ্ক্রিয় করে দিতে চাইছে রাশিয়া। যদিও অভিযোগ খারিজ করে রাশিয়ার পাল্টা দাবি, কেবল সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement