Norilsk

রাতারাতি নদীর রং টকটকে লাল, আতঙ্কে বাসিন্দারা

গত মঙ্গলবার রাশিয়ার নরিলস্ক শহরের দালদিকান নদী হঠাত্ লাল হয়ে ওঠে। নদীর রাতারাতি এমন ভোলবদল, তাও আবার রক্তের মতো টকটকে লাল দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৫
Share:

দালদিকান নদী

গত মঙ্গলবার রাশিয়ার নরিলস্ক শহরের দালদিকান নদী হঠাত্ লাল হয়ে ওঠে। নদীর রাতারাতি এমন ভোলবদল, তাও আবার রক্তের মতো টকটকে লাল দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন নদীর জল বিষাক্ত হয়ে গিয়েছে, কেউ বা বলছেন এর পিছনে কোনও রহস্য রয়েছে। তবে এখনও পর্যন্ত সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি। আর সঠিক ব্যাখ্যা না পাওয়ায় বাড়ছে আতঙ্ক।

Advertisement

রাশিয়ার ক্রাসনোয়ার্সক ক্রাইয়ের অন্যতম শিল্প শহর হল নরিলস্ক। আর্কটিক সার্কেলে অবস্থিত এই শহরটির জনসংখ্যা ১ লক্ষের কিছু বেশি। পরিবেশবিদরা মনে করছেন, এই শহর জনবহুল ও শিল্পোন্নত হওয়ায় বাড়ছে দূষণের মাত্রা। এর কারণেই নদীর রং পরিবর্তন হতে পারে। রাশিয়ার সবচেয়ে দূষিত শহর বলেই পরিচিত নরিলস্ক। তবে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রক অভিযোগ করেছে, দালদিকান নদীর তীরে অবস্থিত নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্টের থেকে বের হওয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় নদীর রং পাল্টে গিয়েছে। হয়ত পাইপ লাইনের কোনও জায়াগা লিক হয়ে রাসায়নিক মিশছে নদীর জলে। বিশ্বের সবচেয়ে বড় নিকেল প্রস্তুতকারক হল এই নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্ট। তবে পরিবেশমন্ত্রকের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে তারা। পাইপ লাইনে কোনও ফাটলের কথাও মানতে চায়নি তারা।

আরও খবর- বেড়াতে বেরিয়ে ১৩০ কোটি বছরের পুরনো পায়ের ছাপ আবিষ্কার

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন