Bangladesh Situation

অশান্তির শঙ্কা এখনও কাটেনি! সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসাকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করল ইউনূস সরকার

বাংলাদেশের সিলেটে ভারতের সহকারী হাই কমিশনের দফতর এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, তা নিশ্চিত করার জন্যই বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১০:৪৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। দেশজোড়া অশান্তি ও বিক্ষোভের আবহে এ বার বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও বৃদ্ধি করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

Advertisement

শুক্রবার থেকেই বাংলাদেশের সিলেটে ভারতের সহকারী হাই কমিশনের দফতর এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলামকে উদ্ধৃত করে শনিবার বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, ‘‘কোনও তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, তা নিশ্চিত করার জন্যই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে ওই অঞ্চলে।’’ পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে সিলেটের ভারতীয় উপদূতাবাসের পাশাপাশি সহকারী হাইকমিশনারের বাসভবন এবং শোভনীঘাট এলাকায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রেও বসেছে কড়া প্রহরা।

বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। উত্তেজনা ছড়ায় সিলেটেও। সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থানে বসে ইনকিলাব মঞ্চ। ভারতবিরোধী নানা স্লোগানও শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। এর পর থেকেই সতর্ক হয়েছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে এই সুযোগে কোনও প্ররোচনামূলক কাজ না করতে পারেন, সে জন্য আগেভাগেই ওই সব অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুসংবাদ দেশে পৌঁছোনো মাত্র বাংলাদেশের নানা প্রান্তে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন সরকারি ভবন, সাংস্কৃতিক কেন্দ্র এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে উন্মত্ত জনতা। পাশাপাশি, আগুন লাগিয়ে দেওয়া হয় দেশের প্রথম সারির দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ভগ্ন বাড়িতেও ভাঙচুর চলে। শনিবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় হাদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে হাদিকে। নিহত নেতার খুনিদের গ্রেফতার কবে করা হবে, জবাব চেয়ে শনিবারই ইউনূস সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। সময়সীমার মধ্যে সদুত্তর দিতে না-পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement