Fire Incident

দাউ দাউ করে জ্বলছে চিনের রেস্তরাঁ, ঝলসে মৃত্যু অন্তত ২২ জনের, আহত আরও অনেকে

চিনের এই শিল্পতালুকে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। অভিযোগ, সাধারণ প্রশিক্ষণের অভাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ন্যূনতম নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে থাকেন কর্মীরা। তার ফলেই আগুন লাগার মতো ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৬:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর চিনের লিয়াংওয়াঙের এক রেস্তরাঁয় অগ্নিকাণ্ড। সেই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে কী কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

লিয়াংওয়াং চিনের শিল্পাঞ্চল বলেই পরিচিত। দুপুর নাগাদ আচমকাই ওই এলাকার বহুতল রেস্তরাঁয় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই সব ছবিতে দেখা যাচ্ছে, ওই ভবনের দুই এবং তিন তলার জানলা এবং দরজা দিয়ে আগুনের লেলিহান শিখা বার হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় রেস্তরাঁর আশপাশ। তখন ওই রেস্তরাঁয় ছিলেন জনা ৩০ ব্যক্তি। কেউই পালানোর সুযোগ পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২২ জনের ঝলসানো দেহ বার করা হয় রেস্তরাঁ থেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চিনের এই শিল্পতালুকে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। সাধারণ প্রশিক্ষণের অভাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ন্যূনতম নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে থাকেন কর্মীরা। তার ফলেই আগুন লাগার মতো ঘটনা ঘটে। সেই সব অগ্নিকাণ্ডের কারণ হিসাবে উঠে আসে রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল পরিকাঠামো, অবৈধ ভাবে রাসায়নিক পদার্থ মজুত রাখা। তবে মঙ্গলবার রেস্তরাঁর অগ্নিকাণ্ডের নেপথ্যে কী কারণ, তা জানা যায়নি। অনেকের ধারণা, ওই রেস্তরাঁর রান্নাঘর থেকে আগুন লেগে থাকতে পারে। পরে তা ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement