UK Synagogue Incident

এলোপাথাড়ি কোপ, ভিড়ের মধ্যে ছুরি নিয়ে হামলা ব্রিটেনে, মৃত দুই! পুলিশের গুলিতে হত সন্দেহভাজন

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, হামলার ঘটনায় চার জন আহত হয়েছেন। তবে পরে জানানো হয়, চার জন নয়, পাঁচ জন আহত। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:২৪
Share:

হামলার পর থমথমে ম্যাঞ্চেস্টার। ছবি: রয়টার্স।

প্রকাশ্যে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটল ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে। সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও কয়েক জন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় সন্দেহভাজন আততায়ীকে গুলি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ইহুদিদের একটি উপাসনালয়ের সামনে আচমকাই ভিড়ের মধ্যে এক আততায়ী ছুরি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকেন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। খবর যায় গ্রেটার ম্যাঞ্চস্টার পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আততায়ীকে নিরস্ত্র করার চেষ্টা করে তারা। আততায়ী সন্দেহে এক জনকে গুলি করা হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, হামলার ঘটনায় চার জন আহত হয়েছেন। তবে পরে জানানো হয়, চার জন নয়, পাঁচ জন আহত। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শুধু ছুরি নিয়েই আততায়ী হামলা চালিয়েছেন, না কি তাঁর সঙ্গে কোনও বিস্ফোরক ছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যেরা ঘটনাস্থলে যান।

Advertisement

সাম্প্রতিক বছরগুলিতে এ হেন হামলার ঘটনার বার বার সাক্ষী থেকেছে ম্যাঞ্চেস্টার। বৃহস্পতিবারের ঘটনার নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, রাজা তৃতীয় চার্লস। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি ম্যাঞ্চেস্টারে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement