New York Airport

নিউ ইয়র্কের বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ! একটির পেটে গিয়ে ধাক্কা মারল অন্য বিমানের ডানা

একটি বিমান নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রোয়ানোকের উদ্দেশে উড়ানের জন্য প্রস্তত হচ্ছিল। অপর বিমানটি উত্তর ক্যারোলাইনার শার্লট থেকে সবে লাগার্ডিয়ায় এসে পৌঁছেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১১:৩৯
Share:

নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বুধবার রাতে (স্থানীয় সময় অনুসারে) ধাক্কা খায় ডেলটা উড়ান সংস্থার দুটি বিমান। ছবি: এক্স।

নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দুই যাত্রিবাহী বিমান। স্থানীয় সময় অনুসারে বুধবার রাতে একটি বিমানের পেটে গিয়ে ধাক্কা মারে অন্য একটি বিমান। সংঘর্ষে দু’টি বিমানেই ক্ষয়ক্ষতি হয়েছে। জখম হয়েছেন এক বিমানকর্মীও। তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এপি অনুসারে, দু’টিই ছিল ডেল্টা উড়ান সংস্থার বিমান। একটি বিমান নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রোয়ানোকের উদ্দেশে উড়ানের জন্য প্রস্তত হচ্ছিল। অপর বিমানটি উত্তর ক্যারোলাইনার শার্লট থেকে সবে লাগার্ডিয়ায় এসে পৌঁছেছিল। সেই সময়েই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দু’টি বিমানের ধাক্কা লাগে। ভার্জিনিয়াগামী বিমানের ডানা ধাক্কা মারে অপর বিমানের পেটে।

যদিও সেই সময় দু’টি বিমানেরই গতি কম ছিল বলে দাবি উড়ান সংস্থার। ফলে বড়সড় কোনও বিপত্তি ঘটেনি। ডেল্টা উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় এক জন বিমানকর্মী আহত হয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয়। ওই বিমানকর্মীকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি বলেই জানিয়েছে উড়ান সংস্থা। দুর্ঘটনার জেরে বিমানবন্দরের অন্য পরিষেবার উপরেও কোনও প্রভাব পড়েনি বলে বিবৃতিতে জানিয়েছে ডেল্টা উড়ান সংস্থা।

Advertisement

লাগার্ডিয়া বিমানবন্দরে ওই দুই বিমানের সংঘর্ষের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তাতে দেখা যাচ্ছে, দু’টি বিমানের মধ্যে একটি তুলনামূলক ছোট মাপের বিমান। সেটির নাকের অংশ এবং ককপিটের কাঁচ ভেঙে গিয়েছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে বড় বিমানটির ডানার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে উড়ান সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement