International News

ফের বন্দুকবাজ আতঙ্ক আমেরিকার স্কুলে, সন্ত্রস্ত মেরিল্যান্ড

ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকার স্কুলে। এ বার মেরিল্যান্ডে। অন্তত ৩ পড়ুয়া গুলিবিদ্ধ হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর। সিএনএন জানাচ্ছে, বন্দুকবাজের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ২১:৫৮
Share:

গুলিচালনার ঘটনার পর মেরিল্যান্ডের গ্রেট মিল্‌স হাইস্কুল ঘিরে ফেলে পুলিশ। ছবি: এএফপি।

ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকার স্কুলে। এ বার মেরিল্যান্ডে। অন্তত ৩ পড়ুয়া গুলিবিদ্ধ হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর। সিএনএন জানাচ্ছে, বন্দুকবাজের মৃত্যু হয়েছে।

Advertisement

মেরিল্যান্ডের গ্রেট মিলস হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। এক পড়ুয়াই বন্দুক নিয়ে স্কুলে হানা দেয় এবং গুলি চালাতে শুরু করে বলে খবর। বন্দুকবাজ পড়ুয়ার গুলিতে দু’জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।

সেন্ট মেরি’জ কাউন্টির শেরিফ টিম ক্যামেরন সিএনএন-কে জানিয়েছেন, বন্দুকবাজকে থামাতে পাল্টা গুলি চালান স্কুলের রিসোর্স অফিসার। তাঁর দিকেও গুলি ছোড়ে হামলাকারী পড়ুয়া। রিসোর্স অফিসারের গায়ে গুলি লাগেনি। কিন্তু অফিসারের গুলি হামলাকারীর গায়ে লাগে। শেরিফকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, রিসোর্স অফিসারের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নিষিদ্ধ দেলাক্রোয়া! ক্ষমা ফেসবুকের

আরও পড়ুন: সেলফ ড্রাইভিং উবেরের ধাক্কায় মৃত মহিলা পথচারী

যে দুই পড়ুয়া জখম হয়েছে বন্দুকবাজের গুলিতে, তাদের মধ্যে এক জন ছাত্র, অন্য জন ছাত্রী। ছাত্রটির শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু ছাত্রীর পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement