মিশিগানের রাস্তায় গুলি করে ৭ জনকে খুন, আততায়ী উধাও

মার্কিন মুলুকের মিশিগানে কালামাঝু কাউন্টিতে শনিবার এলোপাথারি গুলি চালনায় কম করে সাত জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি এলোপাথারি গুলি চালিয়েছেন একটি গাড়ির ডিলারের দোকান ও একটি রেস্তোরাঁর সামনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৬
Share:

মিশিগানের সেই এলাকায় চলছে পুলিশি টহল।

হুশ করে এসে থামল বিশাল একটা শেভি এইচএইচআর স্টেশন ওয়াগন গাড়ি। জানলার কাচ নামিয়ে পঞ্চাশোর্ধ এক শ্বেতাঙ্গ এলোপাথারি গুলি চালিয়ে আবার গাড়িটা নিয়ে হুশ করেই উধাও হয়ে গেলেন।

Advertisement

মার্কিন মুলুকের মিশিগানে কালামাঝু কাউন্টিতে শনিবার ওই এলোপাথারি গুলি চালনায় কম করে সাত জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি এলোপাথারি গুলি চালিয়েছেন একটি গাড়ির ডিলারের দোকান ও একটি রেস্তোরাঁর সামনে।

আরও পড়ুন- সব ভাষার পথ আজ বাংলায় মিশেছে

Advertisement

কালামাঝু কাউন্টির আন্ডার শেরিফ পল মাতিয়াস বলেছেন, ‘‘মনে হচ্ছে লোকটা একটা সিরিয়াল কিলার। লোকটাকে ধরার চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement