নিউ ইয়র্কের রেস্তরাঁয় চলেছে গুলি। ছবি: সংগৃহীত।
নিউ ইয়র্কের ব্রুকলিনের এক রেস্তরাঁর ভিতরে চলল গুলি। প্রাণ হারালেন তিন জন। আহত আট জন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ ‘টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ’ নামে একটি রেস্তরাঁয় গুলি চলেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, গুলিতে নিহত তিন জনই পুরুষ। তাঁদের মধ্যে এক জনের বয়স ২৭ বছর। এক জনের বয়স ৩৫ বছর। তৃতীয় জনের বয়স নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কমিশনার জানিয়েছেন, গুলি চালানোর নেপথ্যে কারা রয়েছেন, তা এখন জানা যায়নি। এই ঘটনায় তাই কাউকে এখনও গ্রেফতারও করা যায়নি। ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোল মিলেছে।
আহত আট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন টিশ। আহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থ স্থিতিশীল। টিশ আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। বেডফোর্ড এভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ে থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলি নিউ ইয়র্কের রেস্তরাঁয় ব্যবহার করা হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। এই রেস্তরাঁয় ২০২৪ সালের নভেম্বরে গুলি চালানোর ঘটনা হয়েছিল। সে বার কেউ হতাহত হননি।