International News

বিমানে এ বার বেডরুম!

আকাশে বেডরুম! হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘ যাত্রাপথে আরাম-আয়েশের সব রকম সুবিধা দিতে বিলাসবহুল বেডরুমের আয়োজন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সেই বেডরুমের ভাড়া কত জানেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১৭:১৮
Share:
০১ ০৬

ঠিক যেন ভ্রাম্যমান বেডরুম! গোটা বেডরুমকেই এ বার বিমানে উঠিয়ে নিয়ে এল সিঙ্গাপুর এয়ারলাইন্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিলাসবহুল বেডরুমের আয়োজন করেছে সংস্থাটি।

০২ ০৬

ছোটখাটো একটা পাঁচতারা হোটেল রুম। কী নেই তাতে! আরাম ও আয়েশের সব রকম ব্যবস্থাই হাতের নাগালে। এর আগে ৩৮ বছর আগে তাদের সংস্থার বিমানে বিলাসবহুল সুইটস ও বেডরুমের সুবিধা এনেছিল ফিলিপিন্স এয়ারলাইন্স। কিন্তি বেশি দিন ধরে রাখতে পারেনি, সেই ব্যবস্থাকে। 

Advertisement
০৩ ০৬

সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৮০ বিমানের আপার ডেকে বিলাসবহুল ৬টি সুইটস রয়েছে। রয়েছে মখমলের মতো বিছানা, ডাইনিং প্লেস, টিভি।

০৪ ০৬

সিঙ্গাপুর থেকে সিডনিগামী ১৯টি এ৩৮০ বিমানে এই বিলাসবহুল সুইট তৈরি করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এই পরিষেবা পাবেন যাত্রীরা।

০৫ ০৬

সংস্থা বলছে, তাদের মূল লক্ষ্য যাত্রীদের প্রাইভেসি রক্ষা করা। দীর্ঘ যাত্রায় যাত্রীদের আরামের কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত।

০৬ ০৬

সুইটগুলোর ভাড়া ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement