Israel-Hamas Conflict

গাজ়ায় ইজ়রায়েলি সেনার নিশানার এ বার রাষ্ট্রপুঞ্জের ত্রাণবাহী ট্রাকের রক্ষীরা, ছ’জনকে খুনের অভিযোগ

এখনও উত্তর গাজ়ায় কোনও ত্রাণ পৌঁছতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ ওই এলাকা থেকে প্যালেস্টাইনি বসতি উচ্ছেদের কাজ চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৯:২৯
Share:

গাজ়ায় মানবিক সাহায্যবাহী ট্রাক। ছবি: সংগৃহীত।

গাজ়ায় মানবিক সাহায্য (খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম) বহনকারী রাষ্ট্রপুঞ্জের ট্রাকগুলির নিরাপত্তায় রক্ষী মোতায়েন করেছিল সেখানকার স্বশাসিত কর্তৃপক্ষ। কিন্তু ইজ়রায়েলি সেনা তাদের উপর ড্রোন হামলা চালিয়ে ছ’জনকে খুন করেছে বলে অভিযোগ।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচারের দৌত্যে আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজ়ায় ১০০টি আন্তর্জাতিক ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু এখনও উত্তর গাজ়ায় কোনও ত্রাণ পৌঁছতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ, ওই এলাকা থেকে প্যালেস্টাইনি বসতি উচ্ছেদের কাজ চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ।

সংঘাতের এই আবহে শুক্রবার হামলা চালানো হয়েছে মধ্য গাজ়ার দেইর এল-বালাহে। স্বশাসিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের দফতরের অদূরে রাষ্ট্রপুঞ্জের মানবিক সাহায্যবাহী ট্রাকের নিরাপত্তায় মোতায়েন কর্মীদের উপর। দুর্ভিক্ষপীড়িত গাজ়ায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ইতিমধ্যেই সমস্যার মুখে পড়ছেন সাহায্যকারী সংগঠনের সদস্যেরা। ত্রাণ লুটের আশঙ্কা থাকায় ট্রাকগুলির নিরাপত্তায় সশস্ত্র রক্ষী মোতায়েন করা হয়েছিল বলে গাজ়া স্বশাসিত কর্তৃপক্ষের দাবি।

Advertisement

যদিও তেল আভিভের যুক্তি, ওই সশস্ত্র রক্ষীরা আদতে হামাস জঙ্গি। তাই তাদের উপর হামলা চালানো হয়েছে। বস্তুত, রাষ্ট্রপুঞ্জের ত্রাণ বণ্টনের মধ্যেও শুক্রবার দিনভর গাজ়ায় হামলা চালিয়েছে ইজ়রায়েলি ফৌজ। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) নামক এক সংস্থা চলতি সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত গাজ়ার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, গাজ়ার বাসিন্দা ২০ লক্ষ প্যালেস্টাইনির অধিকাংশই ভয়াবহ অপুষ্টির শিকার। ত্রাণ না পৌঁছলে সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টেও। তার পরেই ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইজ়রায়েল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement