Bangladesh

বিএনপি-এনসিপি সংঘর্ষে উত্তাল বাংলাদেশের দিনাজপুর! গুরুতর জখম ছ’জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুব সংগঠন যুবদল এবং এনসিপি নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২২:৪২
Share:

—প্রতীকী চিত্র।

গোপালগঞ্জের পরে এ বার অশান্তি ছড়াল বাংলাদেশের দিনাজপুর জেলায়। অভিযোগের তির আবার নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-র দিকে।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুব সংগঠন যুবদল এবং এনসিপি নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মোস্তফাপুর আমবাড়ি হাটে দু’পক্ষের বচসা থেকে উত্তেজনার সূত্রপাত। ওই ঘটনায় অন্তত ছ’জন আহত হয়েছেন। এনসিপি জানিয়েছে, তাঁদের দুই জখম কর্মী হাসপাতালে ভর্তি। অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের যুব সংগঠনের চার জন আহত হয়েছেন এই সংঘর্ষে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন নিহত হয়েছিলেন। এনসিপির বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ ও সেনার ঘেরাটোপে গোপালগঞ্জে গিয়ে অশান্তি বাধানোর অভিযোগ উঠেছিল সে সময়। গত অগস্টে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে দানাবাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। সেই আন্দোলনের অন্যতম ‘মুখ’ নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনত আবদুল্লার মতো ছাত্রনেতারা পরবর্তীকালে এনসিপি গড়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement