Bangladesh Unrest

মুজিবের ধানমন্ডির বাড়ি থেকে উদ্ধার ‘সন্দেহজনক’ কিছু হাড়গোড়! ফরেন্সিক পরীক্ষায় পাঠাল সিআইডি

গত বুধবার রাতে ভাঙা হয়েছে ধানমন্ডিতে মুজিবের বাড়ির একাংশ। সোমবার ধানমন্ডি থানার পুলিশের উপস্থিতিতে সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩
Share:

ধানমন্ডিতে ভাঙা হয়েছে মুজিবের বাড়ির একাংশ। — ফাইল চিত্র।

ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি থেকে মিলল কিছু ‘সন্দেহজনক হাড়গোড়’। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেই হাড়গুলি কিসের, তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজ়নেস স্ট্যান্ডার্ড’।

Advertisement

গত বুধবার রাতে ভাঙা হয়েছে ধানমন্ডিতে মুজিবের বাড়ির একাংশ। সোমবার ধানমন্ডি থানার পুলিশের উপস্থিতিতে সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি। তারাই সেখান থেকে কিছু হাড় পেয়েছে। সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছে। তারা কিছু হাড় পেয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’

৫ অগস্ট বাংলাদেশে গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব-কন্যা শেখ হাসিনা। বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি। এই ভাষণের কথা আগে থেকে আওয়ামী লীগ প্রচার করেছিল। তার ফলে হাসিনা-বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসিনার ভাষণ শুরুর আগেই মুজিবের বাড়িতে পৌঁছে যান তাঁরা। ভেঙে ফেলা হয় সেই বাড়ির একাংশ। ধানমন্ডিতে ভাঙা হয় হাসিনার বাড়ি সুধা সদনও।

Advertisement

এর আগে মুজিবের বাড়ির বেসমেন্ট থেকে জল জমে থাকতে দেখে সন্দেহ জন্মেছিল পুলিশের। দমকলবাহিনীর আধিকারিকেরা সেই জল সরানোর কাজ শুরু করেন। জল সরানোর পরে সেখানে ‘সন্দেহজনক’ কিছু মেলেনি। দমকল বাহিনীর মোহাম্মদপুর স্টেশনের আধিকারিক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বার মুজিবের সেই বাড়ি থেকে মিলল হাড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement