Mobile Network Outage

বিদ্যুৎবিভ্রাটের পর এ বার স্পেনে নেটওয়ার্ক সমস্যা! গোটা দেশে স্তব্ধ মোবাইল ফোন পরিষেবা

সপ্তাহ কয়েক আগে দেশব্যাপী বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছিল স্পেন। রাজধানী মাদ্রিদে কাজ করা বন্ধ করে দেয় ট্রাফিক সিগন্যাল। প্রভাব পড়ে বিমান, ট্রেন এবং মেট্রো পরিষেবাতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:৫৩
Share:

মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভুগছে প্রায় গোটা স্পেন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছে গোটা স্পেন। সে দেশের সমস্ত শীর্ষ স্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নেটওয়ার্ক ব্যবস্থা বিপর্যস্ত। গ্রাহকেরা ফোন করতে পারছেন না, পাঠাতে পারছেন না টেক্সটও! মোবাইলের ইন্টারনেট পরিষেবাও কাজ করছে না।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পেনের শীর্ষ স্থানীয় টেলিকম সংস্থা টেলিফোনিকার সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিই সমস্যায় পড়েছে। সেই তালিকায় রয়েছে মুভিস্টার, অরেঞ্জ, ভোডাফোন, ডিজিমোবিল এবং ও-২। মঙ্গলবার ভোর (স্পেনের সময় অনুযায়ী) থেকেই ল্যান্ডলাইন, ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাগুলি হঠাৎই বন্ধ হয়ে যায়।

কেন এই সমস্যা? স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টেলিফোনিকার নেটওয়ার্ক ‘আপগ্রেড’ করার কাজ চলছিল। সেই কাজের কারণেই এই বিভ্রাট। তবে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সমস্যা দেখা দেয় স্পেনের জাতীয় জরুরি নম্বর ১১২। ফলে অনেক জরুরি পরিষেবাই থমকে যায়। কয়েকটি অঞ্চলে বিকল্প নম্বর দেওয়া হয়। তবে তাতে সমস্যা মেটেনি।

Advertisement

সপ্তাহ কয়েক আগে দেশব্যাপী বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছিল স্পেন। রাজধানী মাদ্রিদে কাজ করা বন্ধ করে দেয় ট্রাফিক সিগন্যাল। প্রবল যানজটে গাড়ি ও মানুষের চলাচল কার্যত স্থব্ধ হয়ে যায়। বাতিল করতে হয় একাধিক বিমান। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, ফলে স্টেশনে ও ট্রেনের মধ্যেই আটকে পড়েন বহু যাত্রী। স্পেনের প্রশাসন এই অবস্থাকে জরুরিকালীন অবস্থা বলে ঘোষণা করে দাবি করেছিল। ইউরোপের অন্যতম বৃহৎ বিদ্যুৎ বিভ্রাট সেটি। এই বিভ্রাটের ফলে হাসপাতালে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা। প্রায় ১৮ ঘণ্টা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘরে ঘরে ফেরে বিদ্যুৎ। শুধু স্পেন নয়, সেই সময় বিদ্যুৎবিভ্রাটের মুখে পড়েছিল ফ্রান্স, পর্তুগালও। সেই ঘটনার সপ্তাহ চারের মাথায় এ বার অন্য এক সমস্যার মুখোমুখি হল স্পেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement