Typhoon Ragasa

চিনের ভূখণ্ডে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘রাগাসা’! বিধ্বস্ত ফিলিপিন্স, তাইওয়ান, মৃত ১৭, নিখোঁজ অনেকে

তাইওয়ান ও ফিলিপিন্সও রাগাসার তাণ্ডবে বিধ্বস্ত। তাইওয়ানে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুয়ালিয়ানের অবস্থাও শোচনীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫
Share:

রাগাসার দাপটে জলোচ্ছ্বাস তাইওয়ানে। ছবি: পিটিআই।

তাইওয়ান ও ফিলিপিন্সে ধ্বংসলীলা চালিয়ে এ বার চিনের গুয়াংদং প্রদেশে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘রাগাসা’। বুধবার বিকেলে চিনের তাইশান ও ঝাংজিয়াঙের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়েছে বছরের সবচেয়ে ভয়ানক সামুদ্রিক ঝড়। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত তাইওয়ানে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক।

Advertisement

গুয়াংদঙে ল্যান্ডফলের সময় রাগাসার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে গুয়াংদঙের প্রায় ২০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উঁচু ঢেউ এবং ভয়ানক হাওয়ার লাল সতর্কতা জারি করা হয়েছে এলাকা জুড়ে। আপাতত শক্তি বাড়িয়ে হংকঙের দিকে এগোচ্ছে রাগাসা। দক্ষিণ চিনের বিস্তীর্ণ এলাকায় স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। বন্ধ স্কুল-কলেজ। হংকং আসা-যাওয়ার প্রায় সব বিমান বাতিল করা হয়েছে। ঝড়ের দাপটে গাছ ভেঙে হংকঙে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে খবর। বিভিন্ন দুর্ঘটনায় জখম আরও ৮০ জন। হংকঙে ক্যাটাগরি-১০ সতর্কতা জারি হয়েছে, যা এ ধরনের ঝড়ের জন্য সর্বোচ্চ সতর্কতা।

তাইওয়ান ও ফিলিপিন্স রাগাসার তাণ্ডবে বিধ্বস্ত। তাইওয়ানে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হুয়ালিয়ানের অবস্থাও শোচনীয়। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা নামানো হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আপাতত নিখোঁজের সংখ্যা প্রায় ১২৪ জন। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তারও আগে ফিলিপিন্সেও ধ্বংসলীলা চালিয়েছে রাগাসা। সেখানেও অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। তীব্র ঝড়ের প্রকোপে উপকূলে বহু গাছ ভেঙে পড়েছে। কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাদ। সোমবার থেকেই মুষলধারে বৃষ্টি চলছে দেশের বেশির ভাগ এলাকায়। সঙ্গে প্রবল বেগে বইছে দমকা হাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement