London

Heathrow Airport: যান্ত্রিক ত্রুটি, সুটকেসের পাহাড় হিথরোয়

একটি টার্মিনালে জমে যায় সুটকেসের পাহাড়। অনেক যাত্রীই তাঁদের মালপত্র ছাড়া বিমানবন্দর ছাড়তে বাধ্য হন।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৬:১৮
Share:

লন্ডনের হিথরো বিমানবন্দরে পড়ে অজস্র মালপত্র। রবিবার। ছবি: রয়টার্স

লন্ডনের হিথরো বিমানবন্দরের মালপত্র নিয়ে আসা যাওয়ার ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির জন্য জমল সুটকেসের পাহাড়।

Advertisement

হিথরো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭ জুন হঠাৎ মালপত্র নিয়ে আসা যাওয়ার ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ফলে একটি টার্মিনালে জমে যায় সুটকেসের পাহাড়। অনেক যাত্রীই তাঁদের মালপত্র ছাড়া বিমানবন্দর ছাড়তে বাধ্য হন।

ওই ঘটনার সময়ে হিথরো ছেড়ে বেরোচ্ছিলেন একটি টিভি চ্যানেলের সম্পাদক ডেবোরা হেনস। তাঁর কথায়, ‘‘আমি কখনও এমন গোলমাল দেখিনি। সুটকেসের পাহাড় জমে যেন মালপত্রের কার্পেটের চেহারা নিয়েছিল।’’ আর এক সাংবাদিক জানিয়েছেন, মালপত্র পেতে দু’দিন সময় লাগতে পারে বলে অনেক যাত্রীকে জানিয়ে দেন হিথরো কর্তৃপক্ষ। এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমার কাল আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতে ওঠার কথা। আমার সব উপকরণ প্রয়োজন।’’

Advertisement

ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন হিথরো কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২ নম্বর টার্মিনালে যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছিল। পরে যাত্রীরা আবার স্বাভাবিক ভাবেই চেক ইন করতে পেরেছেন। তবে অনেক যাত্রীই হয়তো মালপত্র ছাড়াই হিথরো ছাড়তে বাধ্য হয়েছেন।’’ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান সংস্থাগুলির সহযোগিতায় তাঁরা দ্রুত যাত্রীদের মালপত্র ফেরত দেওয়ার চেষ্টা করছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন