International News

বাড়ছে বেকারত্ব, আমেরিকায় নতুন ভিসা পেতে সমস্যা হতে পারে ভারতীয়দের

এইচ-ওয়ানবি ভিসা নিয়ে এই মুহূর্তে আমেরিকায় কাজ করছেন প্রায় ৫ লক্ষ বিদেশি। এঁদের মধ্যে ভারতীয় ও চিনাদের সংখ্যাই সবচেয়ে বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ মে ২০২০ ১১:২৩
Share:

ভারতীয়দের উদ্বেগ বাড়াবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি। - ফাইল ছবি।

করোনা সঙ্কটে বহু মার্কিন নাগরিক বেকার হয়ে পড়েছেন। তাই আমেরিকায় কাজ করার জন্য বিদেশিদের প্রয়োজনীয় এইচ-ওয়ানবি-র মতো কয়েকটি ভিসা আপাতত না দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভাবা হচ্ছে ছাত্র ভিসাও সাময়িক ভাবে বন্ধ রাখার কথা। মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ শুক্রবার এই খবর দিয়েছে।

Advertisement

এইচ-ওয়ানবি ভিসা নিয়ে এই মুহূর্তে আমেরিকায় কাজ করছেন প্রায় ৫ লক্ষ বিদেশি। এঁদের মধ্যে ভারতীয় ও চিনাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এইচ-ওয়ানবি ভিসা নিয়ে যে ভারতীয়রা কাজ করছেন আমেরিকায়, তাঁদের একটি বড় অংশই কর্মরত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। ফলে, ওই সব ভিসা আমেরিকা সাময়িক ভাবে দেওয়া বন্ধ করলে ভারতীয়দের উদ্বেগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন দৈনিকটির খবর, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত উপদেষ্টারা চাইছেন, আপাতত কিছু দিনের জন্য নতুন এইচ-ওয়ানবি ভিসা ইস্যু বন্ধ রাখা হোক। বন্ধ রাখা হোক সেই সব ছাত্র ভিসাও, যা হাতে থাকলে পড়াশোনা বা গবেষণার পাশাপাশি মার্কিন মুলুকে চাকরিও করা যায়। এ ব্যাপারে যাতে এ মাসেই সরকারি নির্দেশ জারি হয়, তারও চেষ্টা চালাচ্ছেন ওই উপদেষ্টারা। দৈনিকটি জানিয়েছে, করোনা সঙ্কটে গত দু’মাসে ৩ কোটি ৩০ লক্ষ মার্কিন নাগরিক চাকরি খুইয়েছেন।

Advertisement

যে সব ভিসা সাময়িক ভাবে না দেওয়ার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে যেমন রয়েছে দক্ষ কর্মীদের জন্য প্রদত্ত এইচ-ওয়ানবি ভিসা, তেমনই রয়েছে নির্দিষ্ট সময়ের কাজের জন্য দেওয়া এইচ-টুবি ভিসাও। আর ছাত্র ভিসা।

আরও পড়ুন- লকডাউন শিথিলের সিদ্ধান্ত বুমেরাং হবে না তো! আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

আরও পড়ুন- উহানের পর ঢাকায় ২১ দিনে প্রস্তুত বসুন্ধরা গ্রুপের ২০১৩ বেডের করোনা হাসপাতাল

করোনা সঙ্কট ইতিমধ্যেই বড় প্রভাব ফেলেছে মার্কিন অর্থনীতির উপর। গত দু’মাসে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ মার্কিন নাগরিক চাকরি খুইয়েছেন। আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) ও বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, আমেরিকার অর্থনীতির বৃদ্ধির হার ঋণাত্মক হতে চলেছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টাদের আশঙ্কা, দ্বিতীয় ত্রৈমাসিকেই আমেরিকার আর্থিক বৃদ্ধির হার গিয়ে দাঁড়াবে -১৫ থেকে -২০ শতাংশে। সরকারি সূত্রের খবর, শুধু এপ্রিলেই আমেরিকায় বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৭ শতাংশ।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন