Texas Flood Situation

টেক্সাসের হড়পা বানে মৃতের সংখ্যা ৮০ ছাড়াল! নিখোঁজ বহু, ‘বিপর্যয়’ ঘোষণা করল প্রশাসন, শুক্রবার যেতে পারেন ট্রাম্প

আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। সোমবার সকাল (ভারতীয় সময় অনুযায়ী) পর্যন্ত ২৮ শিশু-সহ ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১০:০১
Share:

ভারী বৃষ্টির জেরে এখনও ফুঁসছে টেক্সাসের গুয়াদালুপে নদী। ছবি: রয়টার্স।

আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। সোমবার সকাল (ভারতীয় সময় অনুযায়ী) পর্যন্ত ২৮ শিশু-সহ ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে সেখানে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি।

Advertisement

শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে প্রায় ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সংখ্যা ৪০-এরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজে নেমেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী (ইউএস কোস্ট গার্ড)। আকাশপথেও চলছে তল্লাশি অভিযান।

Advertisement

কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement