Reuters X Account Withheld

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর কেন্দ্রের হস্তক্ষেপে অবশেষে খুলল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

শনিবার রাত থেকে আচমকাই বন্ধ হয়ে যায় রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। দেখা যায়, চিন এবং তুরস্কের সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও বন্ধ। তবে তা শুধু ভারতের ব্যবহারকারীদের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ০৯:৩৪
Share:

রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে অবশেষে খুলে দেওয়া হল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। প্রায় ২৪ ঘণ্টা ওই অ্যাকাউন্টটি বন্ধ ছিল। এ ছাড়াও চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইম্‌স এবং তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল ভারতে। এই দুই বিদেশি অ্যাকাউন্টও রবিবার রাতেই খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর অ্যাকাউন্টগুলি আবার খুলেছে।

Advertisement

শনিবার রাত থেকে আচমকাই বন্ধ হয়ে যায় রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। দেখা যায়, চিন এবং তুরস্কের অ্যাকাউন্টও বন্ধ। তবে তা শুধু ভারতের ব্যবহারকারীদের জন্য। কী কারণে বন্ধ, তা স্পষ্ট ছিল না। ওই এক্স অ্যাকাউন্টগুলি ভারত থেকে খুললে কোনও খবর দেখা যাচ্ছিল না। শুধু লেখা ছিল, ‘‘অ্যাকাউন্টটি আইনি দাবির কারণে ভারতে বন্ধ রাখা হয়েছে।’’ কী আইনি দাবি? তার কোনও ব্যাখ্যা ছিল না। তবে এক্স অ্যাকাউন্ট বন্ধ হলেও ব্রিটিশ সংবাদ সংস্থার ওয়েবসাইট খোলা যাচ্ছিল। গ্লোবাল টাইম্‌স ও টিআরটি ওয়ার্ল্ডের ওয়েবসাইট খুলতেও কোনও বাধা ছিল না। এই বিদেশি সংবাদমাধ্যমগুলির এক্স অ্যাকাউন্টে বহু ভারতীয় নিয়মিত চোখ রাখেন। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সমস্যায় পড়েছিলন।

রবিবার বেলা গড়াতেই এক্স অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে বিবৃতি দেয় কেন্দ্র। সরকারের মুখপাত্র জানান, এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার ক্ষেত্রে ভারত সরকারের কোনও বাধ্যবাধকতা নেই। কেন এটা হয়েছে, তা নিয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে সরকার। এর পর রবিবার রাতে অ্যাকাউন্টগুলি খুলে যায়।

Advertisement

উল্লেখ্য, গত এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে ভারত সরকারের তরফে অনেক বিদেশি অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয়েছিল। পাকিস্তানের অনেক অ্যাকাউন্ট এখনও ভারতে বন্ধ রয়েছে। সূত্র উল্লেখ করে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেই সময়েই রয়টার্স-সহ এই বিদেশি অ্যাকাউন্টগুলিও বন্ধ করতে বলেছিল কেন্দ্র। কিন্তু তখন তা করা হয়নি। সেই পদক্ষেপই এখন করা হয়েছিল। তবে এখনকার পরিস্থিতিতে এই পদক্ষেপ আর প্রাসঙ্গিক নয়। সেই কারণেই অ্যাকাউন্ট আবার খুলে দিতে বলা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement