Advertisement
E-Paper

রয়টার্স-সহ তিন বিদেশি সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট বন্ধ ভারতে! বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করল দিল্লি

সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ভারত থেকে খোলা যাচ্ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে আরও দুই দেশের দুই সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও। রবিবার বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৬:০৪
সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংবাদ সংস্থা রয়টার্স-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে ভারতে। রবিবার সকাল থেকে ওই অ্যাকাউন্টগুলি খোলা যাচ্ছে না। ভারতীয় ব্যবহারকারীরা অ্যাকাউন্টগুলি খুললে লেখা দেখাচ্ছে, ‘‘ভারতে এই অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে কিছু আইনি দাবির প্রেক্ষিতে।’’ কী আইনি দাবি? তার কোনও ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। বেলা গড়াতেই এ নিয়ে বিবৃতি দিল কেন্দ্র। বলা হল, সংবাদমাধ্যমের অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপের নেপথ্যে ভারত সরকারের হাত নেই। এক্স কর্তৃপক্ষের সঙ্গে এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। এ ছাড়াও ভারতে বন্ধ রয়েছে চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইম্‌স এবং তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স অ্যাকাউন্ট। ভারত সরকারের মুখপাত্র রবিবার বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘সংবাদ সংস্থা রয়টার্সকে আটকানোর কোনও বাধ্যবাধকতা নেই ভারত সরকারের। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’’ সূত্রের খবর, এই সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে অনেক আগে পদক্ষেপ করতে বলা হয়েছিল। দেরিতে সেই পদক্ষেপ করা হয়েছে। শীঘ্রই অ্যাকাউন্টগুলি আবার খুলে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, রয়টার্স, গ্লোবাল টাইম্‌স বা টিআরটি ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটগুলি বন্ধ হয়নি। ওয়েবসাইট খুলে তাদের খবর পড়া যাচ্ছে। বন্ধ হয়েছে শুধু এক্স অ্যাকাউন্ট। ভারতের বহু মানুষ ওই সমস্ত অ্যাকাউন্ট অনুসরণ করে থাকেন।

কিছু দিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারত থেকে একাধিক পাক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনও সেই অ্যাকাউন্টগুলি বন্ধই রয়েছে। একই ভাবে ভারতের অনেক অ্যাকাউন্টও বন্ধ করে রেখেছে পাকিস্তান। কিন্তু ব্রিটেনের সঙ্গে ভারতের কোনও সংঘাত নেই। ফলে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করার নেপথ্যে তেমন কোনও কারণ দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞেরা। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন তুরস্ক তাদের সমর্থন করেছিল। ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে চিনও পাকিস্তানকে সাহায্য করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই দুই দেশের সংবাদমাধ্যমও বন্ধ রয়েছে। যদিও কেন্দ্র জানিয়েছে, তারা এই পদক্ষেপ করেনি।

Reuters Global Times Turkey China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy