Indonesia Unrest

গভীর রাতেও বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মোতায়েন করা হল সেনাবাহিনী

কী কারণে অশান্ত হল ইন্দোনেশিয়া? সে দেশের পার্লামেন্টের সদস্যেরা আবাসন ভাতা হিসাবে যা পান, তা দেশের মাসিক ন্যূনতম বেতনের ১০ গুণ বেশি। কেন এই বৈষম্য, সেই প্রশ্নকে সামনে রেখে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৯
Share:

রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয়েছে সোনা। ছবি: রয়টার্স।

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘিরে সংঘর্ষে ছ’জন নিহত হওয়ার পর সোমবার রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে। যদিও গভীর রাত পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিরে রাজধানীর রাস্তায় রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।

Advertisement

কী কারণে অশান্ত হল ইন্দোনেশিয়া? সে দেশের পার্লামেন্টের সদস্যেরা আবাসন ভাতা হিসাবে যা পান, তা দেশের মাসিক ন্যূনতম বেতনের ১০ গুণ বেশি। কেন এই বৈষম্য, সেই প্রশ্নকে সামনে রেখে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে। তার পর একে একে জুড়তে থাকে করবৃদ্ধি, ছাঁটাই, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলিও। এই নিয়ে বেশ কয়েক দিন ধরে ইন্দোনেশিয়ায় সমাবেশ, বিক্ষোভ চলছে। সম্প্রতি তেমনই এক সমাবেশ চলাকালীন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আফফান নামে এক তরুণের। সেই মৃত্যুর ঘটনা বিক্ষোভের আগুনে ঘৃতাহুতির মতো কাজ করে। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে প্রতিবাদ বিক্ষোভ।

রাজধানী জাকার্তার পাশাপাশি সুমাত্রা দ্বীপের পালেমবং, বোর্নিও দ্বীপের বানজ়ারমাসিন এবং জাভা দ্বীপেংর ইয়োগ্যাকার্তাতেও বহু মানুষের বিক্ষোভ সমাবেশ চলছে। সোমবার পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে মোট সাত জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর মিলেছে। তাৎপর্যপূর্ণ ভাবে প্রাক্তন সেনাকর্মী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় অংশ শামিল হয়েছে আন্দোলনে। আন্দোলনের অন্যতম সংগঠন, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাফতা কাইসিয়া কামেলিয়া সোমবার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য হল পার্লামেন্টের সংস্কার। আমরা চাই পার্লামেন্টের সদস্যেরা আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। কারণ, তাঁরা আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement