International News

কর-ফাঁকি দিতে পাক শিল্পপতিরা ১১০০ কোটি ডলার রেখেছেন বিদেশি ব্যাঙ্কে, জানাল ইমরান সরকার

লাহৌর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বৈঠকে হাজির শিল্পপতি, ব্যবসায়ীদের এ কথা জানিয়েছেন পাকিস্তানের রাজস্ব দফতরের রাষ্ট্রমন্ত্রী হাম্মাদ আজহার। তাঁর কথায়, ‘‘এটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা।’’ তাঁকে উদ্ধৃত করে পাক দৈনিক ‘ডন’-এ মঙ্গলবার একটি খবর প্রকাশিত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৭:৪৮
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

আয়কর ফাঁকি দিতে পাকিস্তানের শিল্পপতি, ব্যবসায়ীদের একটা অংশ সুইৎজারল্যান্ড-সহ বিভিন্ন দেশে দেড় লক্ষেরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। আর সেই সব বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে কম করে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। যার অর্ধেকটার উৎস সম্পর্কে বিন্দুবিসর্গও জানে না পাক সরকার।

Advertisement

লাহৌর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বৈঠকে হাজির শিল্পপতি, ব্যবসায়ীদের এ কথা জানিয়েছেন পাকিস্তানের রাজস্ব দফতরের রাষ্ট্রমন্ত্রী হাম্মাদ আজহার। তাঁর কথায়, ‘‘এটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা।’’ তাঁকে উদ্ধৃত করে পাক দৈনিক ‘ডন’-এ মঙ্গলবার একটি খবর প্রকাশিত হয়েছে।

হাম্মাদ এও বলেছেন, ‘‘ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাঁদের নামে রয়েছে, খাতায়-কলমে তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক। থাকেনও পাকিস্তানে। কেউই অনাবাসী পাকিস্তানি নন। বিভিন্ন দেশে তাঁরা ওই পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন ১ লক্ষ ৫২ হাজার ৫০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সবগুলিই বিদেশি ব্যাঙ্ক।’’

Advertisement

শিল্পপতি, ব্যবসায়ীরা কী ভাবে আয়কর ফাঁকি দিয়ে চলেছেন পাকিস্তানে, তা বোঝাতে গিয়েই এই তথ্যাদি দিয়েছেন হাম্মাদ। তাঁর আক্ষেপ, ‘‘ওই পরিমাণ অর্থ যদি দেশে ফিরিয়ে আনা সম্ভব হত, তা হলে পাক সরকারকে এই ভাবে ঋণের বোঝা বইতে হত না।’’

আরও পড়ুন- আর্থিক সঙ্কটে জেট, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে বলল সরকার​

আরও পড়ুন- পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া​

তিনি জানিয়েছেন, বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে পাক নাগরিকদের গচ্ছিত অর্থের উপর নজর রেখে চলছিল ফেডারাল বোর্ড অফ রেভেনিউ (এফবিআর)। তাদের সংগৃহীত তথ্যাদি প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের হাতে তুলে দিয়েছে ‘অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’ নামে ৩৪টি দেশের একটি আন্তর্জাতিক জোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন