News Of The Day

বিধ্বস্ত গাজ়া: মিটছে না সংঘাত, তীব্র হচ্ছে খাদ্যসঙ্কট। ভারত হার বাঁচাবে কি। আবহাওয়া। আর কী

যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় সংঘাত এখনও থামানো যায়নি। শান্তি আলোচনার পথ ক্রমশ জটিল হচ্ছে। গাজ়ায় পরিস্থিতির জন্য প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৭:৪৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় সংঘাত এখনও থামানো যায়নি। শান্তি আলোচনার পথ ক্রমশ জটিল হচ্ছে। গাজ়ায় পরিস্থিতির জন্য প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েল-হামাস সংঘর্ষের আবহে প্রাণ হারাচ্ছেন সাধারণ গাজ়াবাসীও। গা়জ়া ভূখণ্ডে খাদ্যের সঙ্কট ক্রমশ তীব্র হচ্ছে। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, শনিবারও ইজ়রায়েলি হানায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে গাজ়ায়। তাঁদের মধ্যে অনেকেই ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন। এই অবস্থায় গাজ়া ভূখণ্ডের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আজ ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা। হার বাঁচানোর লড়াই ভারতের সামনে। এই টেস্ট হারলেই সিরিজ়ও হেরে যাবেন শুভমন গিলেরা। সিরিজ়ের প্রেক্ষিতে ওভালে পঞ্চম টেস্টের আর কোনও গুরুত্ব থাকবে না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষিতে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে নিম্নচাপ। আজ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

মহিলাদের দাবা বিশ্বকাপে মুখোমুখি দুই ভারতীয়। ১৯ বছরের দিব্যা দেশমুখের লড়াই ৩৮ বছরের কনেরু হাম্পির সঙ্গে। এই প্রথম মহিলা দাবায় বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে ভারত। এর আগে সেমিফাইনালেই উঠতে পারেননি কোনও ভারতীয়। প্রথম গেমের খেলা শেষ। আজ দ্বিতীয় গেম। ফয়সালা না হলে কাল টাই ব্রেকার। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement