Boeing Emergency Landing

ফের বিপত্তি বোয়িং ৭৩৭-এ! কয়েক মিনিটে ২৬,০০০ ফুট নেমে এল বিমান, তড়িঘড়ি জরুরি অবতরণ

বোয়িং-৭৩৭ জেএল৮৬৯৬ বিমানটি মঙ্গলবার সাংহাই থেকে টোকিয়োর উদ্দেশে উড়েছিল। নির্ধারিত সময়ে টোকিয়োর নারিতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল বোয়িং সংস্থার বিমানটির। কিন্তু মাঝ-আকাশে আচমকা কেবিনে বায়ুচাপ বাড়তে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৫:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার মাঝ-আকাশে বিপত্তি! মাত্র কয়েক মিনিটে ২৬,০০০ ফুট নীচে নেমে এল জাপানের স্প্রিং এয়ারলাইন্সের বিমান। মঙ্গলবার গভীর রাতের ওই ঘটনায় বিমানের অন্দরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষমেশ বিমানটিকে ওসাকার এক বিমানবন্দরে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয়।

Advertisement

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন সূত্রে খবর, বোয়িং-৭৩৭ জেএল৮৬৯৬ বিমানটি মঙ্গলবার সাংহাই থেকে টোকিয়োর উদ্দেশে উড়েছিল। নির্ধারিত সময়ে টোকিয়োর নারিতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল বোয়িং সংস্থার বিমানটির। কিন্তু মাঝ-আকাশে বিমানকর্মীরা আচমকা কেবিনে বায়ুচাপ বৃদ্ধির সতর্কবার্তা পান। সঙ্গে সঙ্গে বিমানের অন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটিতে ১৯১ জন যাত্রী ছিলেন। আতঙ্কিত যাত্রীরা অক্সিজেন মাস্ক নিয়ে শ্বাস নিতে শুরু করেন। ওই সময়ের একাধিক ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা গিয়েছে, বিমানের ভিতরে আতঙ্কিত যাত্রীরা অক্সিজেন মাস্ক নিয়ে শ্বাস নিচ্ছেন।

জানা গিয়েছে, এর পরের ১০ মিনিটের মধ্যে বিমানটি ২৬,০০০ ফুট নীচে নেমে আসে। বিপদ এড়াতে গন্তব্য বদলে বিমানের মুখ ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেন পাইলট। শেষমেশ সেখানেই জরুরি অবতরণ করে বিমানটি। তবে বিমানে থাকা ১৯১ জন যাত্রী এবং ক্রু সদস্যেরা সকলেই অক্ষত রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement