International news

সেকেন্ডের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রাক, দেখুন ভিডিও

দম বন্ধ করা এমনই একটা ভিডিও সম্প্রতি টুইটারে পোস্ট হয়েছে। টুইট এবং রিটুইটের ঠেলায় যা আপাতত ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১২:৫৪
Share:

ছবি ভিডিও থেকে নেওয়া।

দুরন্ত গতিতে ট্র্যাক ধরে ছুটছে ট্রেন। লাইনের উপরেই আচমকা একটা ট্রাক চলে এল। তারপর? না কোনও দুর্ঘটনা ঘটেনি। চালকের দক্ষতায় সেকেন্ডের ভগ্নাংশের জন্য রক্ষা পেল কয়েকশো প্রাণ। দম বন্ধ করা এমনই একটা ভিডিও সম্প্রতি টুইটারে পোস্ট হয়েছে। টুইট এবং রিটুইটের ঠেলায় যা আপাতত ভাইরাল।

Advertisement

ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ জুলাই ওই ঘটনাটি ঘটেছে লন্ডনের লেস্টারশায়ারে। পরে সচেতনতা প্রচারে এই ভিডিও ফুটেজ ব্রিটিস ট্রান্সপোর্ট পুলিশও কাজে লাগায়।

আরও পড়ুন: আদিগঙ্গা থেকে মিলল ঘড়া ভর্তি মোহর, তারপর...

Advertisement

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সূত্রে খবর, আচমকা ট্রেনের সামনে ট্রাকটি চলে আসায় চালক ইমারজেন্সি ব্রেক কষেন। আর তাতে ট্রেনের গতি কমে যাওয়ায় ওই ট্রাকটি রক্ষা পায়। তবে পুরোপুরি রেহাই অবশ্য পাননি। আইন ভাঙার অপরাধে তাঁকে ৫০০ পাউন্ড জরিমানা দিতে হয়েছে। রেলের ক্ষতিপূরণ হিসাবে ৩০০০ পাউন্ড এবং ট্রেন চলাচলে বাধা হয়ে দাঁড়ানোয় ৮৫ পাউন্ড জরিমানা দিতে হয়েছে।

👍 ; ' !

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement