রাশিয়া, কোমি এখন ট্রাম্পের জোড়া অস্বস্তি

রোজ যেন একের পর এক বোমা! কেউ কেউ আবার বলছেন, হোয়াইট হাউসে নিত্যনতুন নাটক। কাল ছিল দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০৩:০২
Share:

ফাইল চিত্র

রোজ যেন একের পর এক বোমা! কেউ কেউ আবার বলছেন, হোয়াইট হাউসে নিত্যনতুন নাটক। কাল ছিল দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগ। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ: তিনি এফবিআইয়ের প্রাক্তন অধিকর্তা জেমস কোমিকে অনুরোধ করেছিলেন প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিয়ে তদন্ত বন্ধ করে দিতে। কোমিরই লেখা এক নথি থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে।

Advertisement

গত কাল মুখ না খুললেও কোমির নথি নিয়ে বিতর্ক ছড়াতেই ট্রাম্প বুধবার বলেন, ‘‘ইতিহাসে আর কোনও রাজনীতিবিদকে এতটা খারাপ বা অন্যায্য ভাবে দেখা হয়নি।’’

যে সূত্র কোমির ওই নথি সামনে এনেছে, তাদের দাবি, গত ১৪ ফেব্রুয়ারি ওভাল অফিসে এক বৈঠকে ফ্লিনকে নিয়ে তদন্ত বন্ধ করার কথা কোমিকে বলেছিলেন ট্রাম্প। ঠিক তার আগের দিন পদত্যাগ করেছেন ফ্লিন। বৈঠকে সে দিন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে প্রচণ্ড হতভম্ব হয়ে যান তদানীন্তন এফবিআই অধিকর্তা। তখনই তিনি বিষয়টি একটি নথিতে (মেমো) লিপিবদ্ধ করে রাখেন।

Advertisement

সেই নথিতে রয়েছে, ট্রাম্প কোমিকে বলেছেন, ‘‘উনি (মাইকেল ফ্লিন) ভাল লোক। আমার মনে হয়, এটা আপনি ছেড়ে দিতেই পারেন!’’ কোমি তদন্ত প্রসঙ্গে কোনও মন্তব্য না করে শুধু বলেন, ‘‘হ্যাঁ মানছি উনি ভাল লোক।’’ কোমিকে প্রেসিডেন্ট আরও বলেন, ফ্লিন কোনও ভুল করেননি। ঘটনা হল, ট্রাম্প শপথ নেওয়ার আগে আমেরিকায় রুশ দূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে ফ্লিনের ফোনে কী কথা হয়েছিল, তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে বরখাস্ত হন ফ্লিন। সূত্রের দাবি, কোমির মনে হয়েছিল, ট্রাম্প গোটা তদন্ত প্রক্রিয়াই থামাতে চেয়েছিলেন।

দু’দিন আগেই এক মার্কিন দৈনিক দাবি করে, সম্প্রতি হোয়াইট হাউসের বৈঠকে রুশ বিদেশমন্ত্রীর কাছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা-নথি ফাঁস করে দেন ট্রাম্প। তার পরেই কোমির এই নথি প্রকাশ্যে আসায় হোয়াইট হাউসে বিড়ম্বনা ক্রমশই বাড়ছে। আজও হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ওই অভিযোগ সত্যি নয়।

এই বিতর্কের আবহে ট্রাম্পের ‘বন্ধু’ বলেই পরিচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ জানান, মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে আলোচ্য বিষয়ের প্রতিলিপি প্রকাশ করতে তাঁরা প্রস্তুত। কারণ দু’জনের মধ্যে ‘নীতি-বিরুদ্ধ’ কোনও কথা হয়েছে, বিশ্বাস করেন না তিনি। রসিকতা করে পুতিন বলেন, ‘‘সত্যি বলছি, লাভরভ আমাকেও বলেননি, ট্রাম্পের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন