Tariff War

‘রাজায় রাজায়’, শুল্ক সমাধানের লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি বসতে চলেছেন ট্রাম্প-শি

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, এশিয়া সফর শুরু করবেন ট্রাম্প। শুক্রবার তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০২:৩১
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চিনের পণ্যের উপরে ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক প্রকোপ এড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ছিল, আগামী ১ নভেম্বরের মধ্যে বৈঠকে বসতে হবে। পাল্টা চিনেরও ‘বার্তা’ ছিল, ‘ভুল শুধরে’ আলোচনায় বসার। সেই সঙ্গে হুঁশিয়ারিও ছিল, ‘‘তা না হলে চিন যা করার করবে।’’ অবশেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি দেখা হতে চলেছে আগামী সপ্তাহে।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শুক্রবার থেকে এশিয়া সফর শুরু করবেন ট্রাম্প। ওই দিন তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। তবে এই সফরেই তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর-বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াতেই আমেরিকার প্রেসিডেন্ট দেখা করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

গত ২৩ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ায় তাঁদের দেখা হতে চলেছে। আমেরিকা ও চিনের সম্পর্ক ‘খুব ভাল’ বলেও দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, ‘‘দুই দেশেরই উপকার হয় এমন উপায় খুঁজে বার করা হবে।’’ অবেশেষে সামনে এল ‘সমাধান’-এর লক্ষ্যে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতের দিন। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে তিন দিনের ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’ হবে আগামী ৩০ অক্টাবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। সেখানেই দেখা হচ্ছে দুই রাষ্ট্রপ্রধানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement