Somalia

সোমালিয়ার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৮৯

রবিবার সকালে হামলা দুটি হয় বলে জানিয়েছে মোগাদিসু পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৯:১৭
Share:

বিস্ফোরণের পর।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম এলাকায় দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৮৯ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার সকালে হামলা দুটি হয় বলে জানিয়েছে মোগাদিসু পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ‘চোখের সামনেই স্ত্রীকে ধর্ষণ, মেয়েকে মারল’

পুলিশ সূত্রে খবর, মোগাদিসুর শারাফি হোটেলের ঢোকার মুখে প্রথম গাড়িবোমা বিস্ফোরণটি হয়। তাতে প্রাণ হারান ১০০ জনের বেশি। অন্যদিকে, মদিনা শহরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বিস্ফোরণে কাদের হাত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এর পিছনে থাকতে পারে আল-শাবাব জঙ্গি সংগঠন। মোগাদিসুর পুলিশ কর্তা ক্যাপ্টেন মহম্মদ হুসেইন রয়টার্সকে জানিয়েছেন, দুটি বোমাই খুবই শক্তিশালী ছিল। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে বলেও জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন