—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পূর্ব ইউক্রেনের ক্রামাতোর্স্কে বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন হানায় প্রাণ হারিয়েছেন দু’জন সাংবাদিক। এই ঘটনার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
ডোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন নিহত সাংবাদিকদের পরিচয়। তাঁরা হলেন ওলেনা হুবানোভা এবং ইয়েভহেন কার্মাজ়িন। ইউক্রেনের সরকারপোষিত ফ্রিডম টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তাঁরা। রুশ ভাষায় সম্প্রচারিত হয় সেই চ্যানেল। তারা জানিয়েছে, পেট্রল স্টেশনে গাড়ির ভিতরে বসেছিলেন দুই সাংবাদিক। তখনই ড্রোন হানা হয়। তাতেই প্রাণ যায় তাঁদের।
ফিলাশকিন আরও জানিয়েছেন, দামি এবং শক্তিশালী ড্রোনের হামলাতেই প্রাণ গিয়েছে ওই দুই সাংবাদিকের। সাধারণ ট্যাঙ্ক বা সাঁজোয়া গাড়ি ধ্বংসের জন্য ওই ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনের মানবাধিকার সংগঠন এই ঘটনার নিন্দা করেছে। জানিয়েছে, এটাও রাশিয়ার যুদ্ধাপরাধ। সূত্রের খবর, ড্রোন হামলায় নিহত দুই সাংবাদিকের কয়েক জন সহকর্মীও আহত হয়েছেন।
জ়েলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের ১৩৫ জন প্রতিনিধি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কত জন সাংবাদিক, তা তিনি স্পষ্ট করেননি। জ়েলেনস্কি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘এটা দুর্ঘটনা বা ভুল নয়। ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করছে, তা যাঁরা প্রকাশ করছেন, তাঁদের কণ্ঠরোধ করার কৌশল এটা।’’